ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

শেষের পাতা

কুমিল্লায় ট্রেন সিএনজি সংঘর্ষে নিহত ৪

লাকসাম ও মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
৭ ডিসেম্বর ২০২২, বুধবার
mzamin

কুমিল্লার লাকসাম-নোয়াখালী রেললাইনে ট্রেন ও যাত্রীবাহী সিএনজি’র সংঘর্ষ হয়েছে। এতে  ঘটনাস্থলেই ৩ জন যাত্রী ও হাসপাতালে নেয়ার পর আরও ১ জন সহ মোট ৪ জন নিহত হয়েছেন। ঘটনাটি মঙ্গলবার সকাল ১০টায় খিলার তুগুরিয়া রেললাইন নামক স্থানে ঘটেছে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, নোয়াখালী থেকে লাকসাম অভিমুখে ছেড়ে আসে সমতট এক্সপ্রেস নামে যাত্রীবাহী একটি ট্রেন। তুগুরিয়া নামক স্থানে পৌঁছলে মুন্সিরহাট থেকে যাত্রী বোঝাই সিএনজিটি রেলক্রসিংয়ের উপর উঠে যায়। এসময় ট্রেনটি সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে ছিটকে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই ৩ জন যাত্রী ও হাসপাতালে অপর একজন সিএনজি ড্রাইভার সহ মোট ৪ জন নিহত হন। নিহতদের উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। উত্তর হাওলা ইউনিয়নের চেয়ারম্যান এমএ হান্নান বলেন, নিহতদের মধ্যে তিন জনের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা গ্রামে। 

আরেক জন নাঙ্গলকোট উপজেলার।

বিজ্ঞাপন
নিহতরা হলেন-  উত্তর হাওলা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মাকছুদুর রহমান (৬৫), আবু তাহেরের ছেলে ইরফান হাবিব (৩০), তোফাজ্জল হোসেনের ছেলে সিএনজিচালক সহিদুল ইসলাম (২৫) ও নাঙ্গলকোট উপজেলার শাকতলা গ্রামের আফজালুর রহমানের স্ত্রী মহিফুল বেগম (৩১)। নিহত মহিফুল বেগম খিলা ইউনিয়নের ভরনীখণ্ড গ্রামে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যাচ্ছিলেন। মঙ্গলবার মাগরিবের নামাজের পর উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নিহত মাকছুদুর রহমান, হাবিবুর রহমান ও সহিদুল ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। একই দিন বিকালে মহিফুল বেগমের প্রথম জানাজা ভরনীখণ্ড গ্রামে বাপের বাড়িতে এবং দ্বিতীয় জানাজা এশার নামাজের পর দক্ষিণ শাকতলী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মো. ইমরানকে প্রধান করে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন।  

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status