বাংলারজমিন
কেন্দুয়ায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
৭ ডিসেম্বর ২০২২, বুধবারনেত্রকোনার কেন্দুয়ায় একটি ফিশারিজ পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১২ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনাটি গত সোমবার রাতে উপজেলার কান্দিউড়া ইউপি’র কুণ্ডলী গ্রামে ঘটেছে। গ্রামের প্রতিপক্ষের বিরুদ্ধে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ করেছেন ফিশারিজের মালিক আলাল মিয়া। জানা যায়, আলাল মিয়া কেন্দুয়া-মদন সড়কের পাশে কুণ্ডলী গ্রামে ৩টি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। মাছ বিক্রয়ের সময় হওয়ায় অন্য ২টি পুকুরের মাছ তুলে এক পুকুরে জমা করেন। গতকাল ভোর রাতে পুকুর পাড়ে গিয়ে দেখেন মাছ মরে ভেসে উঠেছে। বিষয়টি জানাজানি হলে উৎসুক জনতা ভিড় জমায়। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম বাবুল ও থানা পুলিশ পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত আলাল মিয়া বলেন, লিজ নিয়ে ৩টি পুকুরে দেশীয়সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করি। বিক্রয়ের সময় হওয়ায় অন্য দুই পুকুরের মাছ একত্রে করেছিলাম। গত সোমবার রাতে বিষ দিয়ে আমার মাছগুলো মেরে ফেলেছে। এতে তার ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি করেন। গ্রামের আমাদের প্রতিপক্ষ আছে। তারা আগেই মাছগুলো মেরে ফেলবে বলেছিল। এ ব্যাপারে থানায় একটি অভিযোগও করেছিলাম। এরাই আমার এই ক্ষতি করেছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই। ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম বাবুল বলেন, এটা একটা নিকৃষ্ট কাজ। কোনো সুস্থ মানুষ এমন কাজ করতে পারে না। যারা এই কাজটা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চান তিনি। এ ব্যাপারে কেন্দুয়া থানা ওসি আলী হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।