ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

কলকাতা কথকতা

আজ কলেজ স্কয়ারে শুরু বাংলাদেশ বইমেলা, ৭৫টি স্টলে ওপার বাংলার বই

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(২ বছর আগে) ২ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ১০:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩০ পূর্বাহ্ন

mzamin

দু বছর বিরতির পর কলকাতার কলেজ স্কয়ারে আজ ফের শুরু হচ্ছে বাংলাদেশ বইমেলা। বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এই বইমেলার সূচনা করবেন। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আয়োজক বাংলাদেশ উপ দূতাবাসের পক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কলকাতায় বাংলাদেশের উপদূত আন্দালিব ইলিয়াস এবং বাংলাদেশ পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স এসোসিয়েশনের সহ সভাপতি মাজহারুল ইসলাম সাংবাদিকদের বইমেলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবগত করেন।

কলেজ স্কয়ারের এই বইমেলায় বাংলাদেশের প্রকাশনা সংস্থাগুলির ৭৫টি স্টল থাকছে জানিয়ে আন্দালিব ইলিয়াস বলেন, দশ দিনের এই বইমেলা দুই বাংলার সংস্কৃতির মিলনের পথকে প্রশস্ত করবে। বইমেলার সাংস্কৃতিক অঙ্গনে প্রতিদিনই থাকবে আলোচনাচক্র, গান-বাজনার অনুষ্ঠান।

২০১১ সালে বাংলাদেশ বইমেলার সূচনা হয় গগণেন্দ্র প্রদর্শনশালায়। এরপর রবীন্দ্র সদনের খোলা চত্বর, মোহরকুঞ্জ ঘুরে এবার বইয়ের পীঠস্থান কলেজ স্ট্রিট এর কলেজ স্কয়ারে। বাংলাদেশের প্রবাদপ্রতিম সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের পুত্র উপদূত আন্দালিব ইলিয়াস বলেন, ভবিষ্যতে জেলায় জেলায় এই বইমেলা করার পরিকল্পনা তাদের আছে।

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status