ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

ব্যাংক খাতের পরিস্থিতি জানাতে বললেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
২৮ নভেম্বর ২০২২, সোমবার
mzamin

ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য অর্থ  মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সচিব সভায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দেশে ইসলামী ব্যাংকসহ অন্যান্য ব্যাংক থেকে টাকা সরিয়ে নেয়ার আলোচনা প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সভায় বিষয়টি নিয়ে ইনডিরেক্ট আলোচনা হয়েছে এবং নির্দেশনা দেয়া হয়েছে ব্যাংকিং ও ফাইন্যান্স ডিভিশনকে। চারপাশে এত কথা উঠছে, প্রকৃত দৃশ্যটা কী, সেটা শিগগিরই দেখে অবহিত করবেন আমাদের। এ ছাড়া ইসলামী ব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, সার্বিকভাবে, আরও কয়েকটি ব্যাংকের কথা তো...ওটা শোনার পরে ইন্টারনেটে গিয়ে দেখি কয়েকটা ব্যাংকের ব্যাপারে ইউটিউবে বিভিন্ন রকম...বাইরে থেকে বক্তব্য দিচ্ছেন। তবে এটাকে অবহেলা করা হয়নি। বলা হয়েছে, এসবকে দেখে সিনারিটা জানাও আমাদের। দেশের খাদ্য নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে প্রধানমন্ত্রী কাজ করার নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ২০২৩ সালে কঠিন সময় যাবে।

বিজ্ঞাপন
আন্তর্জাতিকভাবে এটা বলা হয়েছে। চীনে ও রাশিয়ায় উৎপাদন কমেছে। এ জন্য সংকট আসবে। তিনি আরও বলেন, খাদ্য, সার ও জ্বালানিকে গুরুত্ব দেয়ার বিষয়ে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ভোগ্যপণ্য, ফল, এসব ক্ষেত্রে খরচ কমাতে বলা হয়েছে। প্রয়োজন ছাড়া প্রকল্প করা যাবে না। বিদেশি সাহায্য বা ঋণের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে বা হবে, সেগুলো বাস্তবায়নে গুরুত্ব দিতে বলা হয়েছে। নিজেদের খরচের প্রকল্পে নিরুৎসাহিত করা হয়েছে বৈঠকে। এ ছাড়া খাদ্য উৎপাদন বাড়াতে পতিত সব জমি ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। উৎপাদন বাড়লে আমদানি কমবে বলে জানানো হয় বৈঠকে। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে চতুর্থ শিল্প-বিপ্লবের ১০ প্রযুক্তি কাজে লাগিয়ে কীভাবে উৎপাদন বাড়ানো যায়, সে বিষয়ে জোর দেয়া হয়েছে। নতুন প্রযুক্তির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। মন্ত্রিপরিষদ সচিব জানান, রেমিট্যান্স বাড়ানোর ওপর জোর দেয়া হয়েছে। জঙ্গি বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। তারা যেন কারও সহায়তা ও অর্থ না পায়, এ নিয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। এ ছাড়া সভায় জঙ্গি ইস্যুতে সচিবদের সতর্ক থাকার জন্যও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status