ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

বৃষ্টির খেলা চলছে নিউজিল্যান্ড-ভারত ওয়ানডে সিরিজে

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২২, সোমবার
mzamin

বেরসিক বৃষ্টি যেন নিউজিল্যান্ড-ভারত সিরিজের নিত্যসঙ্গী। টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও চলছে বৃষ্টির খেলা। হ্যামিলটনের সেডন পার্কে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে দফায় দফায় হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচটি হয় পরিত্যক্ত। দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ৪.৫ ওভারে বিনা উইকেটে ভারত করে ২২ রান। এরপরই চলে আসে বৃষ্টি। বৃষ্টিতে খেলা বন্ধ থাকে কয়েক ঘণ্টা। খেলা যখন আবার শুরু হয়, তখন ২৯ ওভারে নিয়ে আসা হয় ম্যাচ। ম্যাচ পুনরায় শুরু হওয়ার পরপরই অধিনায়ক শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত।

বিজ্ঞাপন
ষষ্ঠ ওভারের প্রথম বলে ধাওয়ানের উইকেট তুলে নেন ম্যাট হেনরি। ধাওয়ানের বিদায়ের পর উইকেটে এসেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন সূর্যকুমার যাদব। ২৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রান করেন ভারতীয় এই ব্যাটার। তার ঝোড়ো ব্যাটিংয়ে ভারতও দারুণ এগোচ্ছিল। ১২.৫ ওভারে ১ উইকেটে সফরকারীরা করেছিল ৮৯ রান। তবে আবার শুরু হয় বৃষ্টি। এতে খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। ৪২ বলে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেছিলেন শুভমন গিল। আর ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে কিউইরাই। গত শুক্রবার অকল্যান্ডে হয়েছিল নিউজিল্যান্ড-ভারত প্রথম ওয়ানডে। টসে হেরে আগে ব্যাটিং পাওয়া ভারত করেছিল ৭ উইকেটে ৩০৬ রান। জবাবে উইলিয়ামসন-টম ল্যাথামের ২২১ রানের অবিচ্ছেদ্য জুটিতে ৭ উইকেটের বিশাল জয় পায় নিউজিল্যান্ড। ম্যাচসেরা হয়েছিলেন ল্যাথাম।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status