বাংলারজমিন
এক দশক পর দিনাজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ
দিনাজপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, সোমবারদীর্ঘ এক দশক পর আজ অনুষ্ঠিত হচ্ছে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এরই মধ্যে পদপ্রত্যাশীদের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পৌর শহর অলি-গলি, গুরুত্বপূর্ণ মোড় ও সম্মেলন স্থানের আশ-পাশ। নেতা-কর্মীদের উৎসাহ উদ্দীপনায় শহর থেকে গ্রামের চা দোকান পর্যন্ত আলোচনার ঝড় বইছে। কারা পাচ্ছেন জেলার নতুন নেতৃত্ব-সেই প্রশ্ন এখন সবার মুখে মুখে। ইতোমধ্যে শহরময় মাইকিংসহ সব ধরনের প্রচার-প্রচারণা সম্পন্ন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলন উদ্বোধন করবেন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ সেন এমপি।
সোমবার সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে বহুল কঙ্খিত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের জন্য বিশাল মাঠ সাজানো হয়েছে বর্ণিল সাজে তৈরি করা হয়েছে আকর্ষণীয় মঞ্চ। সম্মেলন সফল ও সার্থক করতে দলের পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। জানা গেছে, সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
মনোনয়নবঞ্চিত এমপি নূর মোহাম্মদ/ কিশোরগঞ্জের তিন আসনে আবারো তিন প্রেসিডেন্টের সন্তান

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]