ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

মালদ্বীপের মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের অ্যাম্বাসেডর অব এগ্রিকালচার অ্যাওয়ার্ড পেলেন শাইখ সিরাজ

মো: এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ প্রতিনিধি

(১ বছর আগে) ২৭ নভেম্বর ২০২২, রবিবার, ১১:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৫১ অপরাহ্ন

mzamin

মালদ্বীপের মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজ থেকে সম্মানসূচক অ্যাম্বাসেডর অব এগ্রিকালচার অ্যাওয়ার্ড পেয়োছেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। কলেজের অষ্টম সমাবর্তনের অনুষ্ঠানে এই পুরুস্কার পেয়েছেন তিনি।

১৬ বছর আগে প্রতিষ্ঠিত  মালদ্বীপের সবচাইতে বড় বেসরকারি কলেজ মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে আন্তর্জাতিক এই কলেজে প্রায় ৫০০০ শিক্ষার্থীর মধ্যে গ্রাজুয়েট হয়েছেন ৮১৭ জন। মালদ্বীপের শীর্ষস্থানীয় বেসরকারি এই কলেজটির ৪টি ফ্যাকাল্টিতে  ৬১ জনকে বোঝ পড়ানো হয়।   এরমধ্যেই কৃষি বিষয়ক কোর্সটি ওই দেশের রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে।  

অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপের উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর ইব্রাহিম হাসান।  বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন,  মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের  রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।  এছাড়া MI College এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান  আহমেদ মোত্তাকি এবং চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান  শাইখ সিরাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।    

হাই কমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ তিনি তার বক্তব্যে স্নাতক উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি সকল শিক্ষার্থীদেরকে তাদের অর্জিত শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করে নিজ দেশ এবং বিশ্বের কল্যাণে অবদান রাখার জন্য অনুপ্রেরণা প্রদান করেন।

আরো বলেন,  হাই কমিশনার MI College এর মাধ্যমে উপযুক্ত শিক্ষা প্রদানে এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করার জন্য বাংলাদেশি হিসেবে  আহমেদ মোত্তাকিকে অনেক ধন্যবাদ জানান।  হাই কমিশনার শিক্ষা ও কৃষি ক্ষেত্রসহ অতিতের মত ভবিষ্যতেও মালদ্বীপের উন্নয়ন ও অগ্রগতির প্রয়োজনে বাংলাদেশের সর্বাত্মক সহায়তা প্রদানে তার প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেন।

বিজ্ঞাপন
         

পরে শীর্ষ মেধাবী ছাত্রছাত্রীদের প্রতি ডিগ্রি ও পদক বিতরণ করেন। সবশেষে ফটোসেশন এবং রিফ্রেশমেন্ট এর মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সমাবর্তন শেষ হয়।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status