বাংলারজমিন
মেঘনায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা, আতঙ্কে পুরুষশূন্য শিবনগর গ্রাম
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২২, শুক্রবারকুমিল্লা মেঘনায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চন্দনপুর শিবনগর গ্রামে স্থানীয় মোফাজ্জলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন গ্রুপ ও ধনু মিয়ার ছেলে আব্দুল গফুর গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, রাস্তায় বিছানো খড়ের উপর দিয়ে গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ২ পুলিশ সদস্য ও নারীসহ ৭ জন আহত হন। আহত ২ কন্সটেবলে মধ্যে গুরুতর আহত আলী আজমকে রাজার বাগ পুলিশ হাসপাতালে রেফার করা হয়। পরে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় চন্দনপুর বাজার এলাকায় বাড়তি নজরদারির জন্য পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]