কলকাতা কথকতা
হাসপাতালে জায়গা হলো না বৃদ্ধার
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২১ নভেম্বর ২০২২, সোমবার, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:০৯ অপরাহ্ন
মহানগরী কলকাতা এর আগে বহু নির্মমতা দেখেছে। সেই তালিকায় সংযোজিত হলো বেহালার বাসিন্দা মঞ্জু চক্রবর্তীর নাম। সত্তর বছরের এই বৃদ্ধা শনিবার রাতেই নিজের বাড়িতে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন। রোববার সকালেই তাঁর পরিজনরা তাঁকে নিয়ে যান এসএসকেএম হাসপাতালে। সেখানে বৃদ্ধার মাথার সিটি স্ক্যান করানো হয়। তারপর দুপুরের দিকে জানিয়ে দেওয়া হয় যে বেড নেই, তাই ভর্তি নেয়া সম্ভব নয়। সঙ্গে সঙ্গে অসহায় পরিজনরা তাঁকে নিয়ে ছোটেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেও জায়গা পাননি মঞ্জু দেবী। এরপর কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। মৃত্যুর সঙ্গে লড়াই করা মঞ্জু দেবীকে মেডিক্যাল কলেজও ভর্তি করতে অসম্মত হয়।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]