কলকাতা কথকতা
বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি কি প্রয়োগ হবে পি কে হালদারের ক্ষেত্রে?
বিশেষ সংবাদদাতা, অশোকনগর
(৩ বছর আগে) ১৫ মে ২০২২, রবিবার, ১:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৪১ অপরাহ্ন

বাংলাদেশ-ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি কি কার্যকর হবে বাংলাদেশের কুখ্যাত আর্থিক অপরাধী পি কে হালদার এর ক্ষেত্রে? কলকাতা থেকে টেলিফোনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর এক পদস্থ কর্তা জানালেন, টু আর্লি টু সে। সবে ইডি জেরা শুরু করেছে, এখনই কিছু বলা যাবে না। তবে, তিনি স্বীকার করেন যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যেই পি কে হালদার এর হেফাজত চেয়েছে। কিন্তু, ভারতের মাটিতে এই ব্যাক্তি যদি কোনও অপরাধ করে থাকেন তাহলে প্রথমে ভারতীয় আদালতেই তার বিচার হবে। তারপর প্রত্যর্পণের কথা আসবে।
ইতিমধ্যেই জানা গেছে যে ভারতে বেশ কিছু ভুয়া কোম্পানি তৈরি করে ব্যবসা চালানোর চেষ্টা করেছিলেন এই পি কে হালদার। এছাড়া সুকুমার মৃধার মারফত বাংলাদেশে প্রচুর টাকা হওয়ালা করেছেন তিনি। এটিও দণ্ডযোগ্য অপরাধ। কলকাতায় ইডি এর সিজিও কমপ্লেক্স এর অফিসে জেরা চলছে পি কে হালদার ও অন্যদের। সাতজন ইডি এর উচ্চপদস্থ অফিসার এই জেরার কাজ পরিচালনা করছেন রোববার হওয়া সত্ত্বেও।