শেষের পাতা
পটুয়াখালীতে চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন
পটুয়াখালী প্রতিনিধি
১৫ মে ২০২২, রবিবার
পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে টাকা চুরির অপবাদে গাছের সঙ্গে শিকলে বেঁধে মুন্না (১৬) নামের এক কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। এ নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। টানা ৩ দিন ধরে দফায় দফায় মারধরের পর থেকে নিখোঁজ রয়েছে ওই কিশোর। মুন্না ওই এলাকার শাহজাহান কমান্ডারের ছেলে। এ ঘটনায় ভিডিও ফুটেজ দেখে গতকাল সন্ধ্যায় তানিয়া, মমতাজ ও শামীমকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ।
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কিশোর মুন্নাকে একটি গাছের সঙ্গে লোহার শিকলে বেঁধে রাখা হয়েছে। বোয়ালিয়া এলাকার হজরত আলী নামে এক ব্যক্তি তাকে মারধর করছে। এ সময় আশপাশের লোকজন দাঁড়িয়ে বিষয়টি দেখছেন। ছবিতে মুন্নার শরীরে রক্তাক্ত জখম চিহ্ন দেখা যায়।
মুন্নার মা হাসিনা বেগম বলেন, ৮৫ হাজার টাকা চুরির অপবাদে মুন্নাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এমন সংবাদ পেয়ে ঢাকা থেকে বাড়িতে এসেছেন। ৯ থেকে ১১ই মে মধ্যরাত পর্যন্ত হজরত আলী, ফেরদৌস, মমতাজ এবং তানিয়া দফায় দফায় মুন্নাকে অমানবিক নির্যাতনের পর তার ছেলেকে খুঁজে পাচ্ছেন না, বলে জানান তিনি।
গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, নির্যাতিত কিশোরের মা হাসিনা বেগমের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিয়েছি।