বিনোদন
চমকে দিলেন পড়শী
স্টাফ রিপোর্টার
১৫ মে ২০২২, রবিবার
সংগীতশিল্পী হিসেবে এরইমধ্যে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন সাবরিনা পড়শী। নতুন গানের বাইরেও স্টেজেও জনপ্রিয় তিনি। এবার ঈদেও পাঁচটি নাটকের গান প্রকাশ হয়েছে পড়শীর। গানের বাইরে এর আগে শাকিব খানের বিপরীতে ‘মেন্টাল’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। করেছেন বিজ্ঞাপনের কাজও। তবে এবার একটি ঈদ নাটকে অভিনয় করেছেন পড়শী। আর এ নাটকে অভিনয়ের মাধ্যমে চমকেই দিয়েছেন এ তারকা। নাটকের নাম ‘মারিয়া ওয়ান পিস’ নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সাজিন আহমেদ বাবু পরিচালিত এ নাটকে পড়শী অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিকের বিপরীতে। এ নাটকে পড়শীর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
বিজ্ঞাপন