ভারত
ছিল বেড়াল, হয়ে গেল রুমাল, ছিলেন শিক্ষক, হয়ে গেলেন ঝাড়ুদার
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার, ১:৪২ অপরাহ্ন

কলমের এক খোঁচায় কেরালার ৩৪৪ জন শিক্ষক রাতারাতি সাফাইকর্মী বা ঝাড়ুদারে পরিণত হলেন। ভারতের একমাত্র বাম শাসিত রাজ্যে এই ঘটনা ঘটেছে। পিনারাই বিজয়নের সরকার সম্প্রতি রাজ্যজুড়ে আদিবাসী শিক্ষাকেন্দ্র বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেমন সিদ্ধান্ত তেমন কাজ। বন্ধ হয়ে গেল রাজ্যের যত আদিবাসী শিক্ষাকেন্দ্র। কিন্তু রাতারাতি তো আর বেকার করা যায় না শিক্ষক-শিক্ষিকাদের। তাই, তাদের নিয়োগপত্র বদলে দেয়া হলো। শিক্ষক-শিক্ষিকারা হয়ে গেলেন ঝাড়ুদার।
ব্ল্যাকবোর্ড-এর বদলে ঝাড়ু হাতে তারা দাঁড়ালেন নর্দমার সামনে। শিক্ষায় দেশে যারা এক নম্বরে সেই কেরালার এই হাল দেখে গোটা ভারত প্রায় নির্বাক। পিনারাই বিজয়ন সরকারের মতে, শিক্ষিত বেকার তৈরি করার থেকে বিকল্প পেশা তৈরি করা স্বাস্থ্যকর।