অনলাইন
গোপালগঞ্জ ট্রাজেডি
স্ত্রী-সন্তানসহ মারা গেলেন ডা. বাসুদেব সাহা
অনলাইন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৪ মে ২০২২, শনিবার, ৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫২ অপরাহ্ন

দুর্ঘটনার আগে পরিবারের সদস্যদের নিয়ে ফেরিতে দাঁড়ানো ছবি
অসুস্থ মাকে আর দেখতে পারলেন না রাজধানীর বারডেম হাসপাতালের চিকিৎসক ডা. বাসুদেব সাহা। ভাগ্যের কি নির্মম পরিহাস, ঢাকা থেকে প্রাইভেট কারযোগে রওনা হয়ে বাড়িতে পৌঁছার আগেই স্ত্রী ও সন্তানসহ বাস চাপায় মারা গেলেন তিনি। বাবার সঙ্গে না যাওয়ায় বেঁচে গেলেন তার একমাত্র কন্যা। নির্মম এই ঘটনাটি ঘটেছে আজ বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা এলাকায়। মর্মান্তিক ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন আটজন। নিহতদের মধ্যে ডা. বাসুদেব ও তার স্ত্রী-ছেলে রয়েছেন।
বারডেম হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ মাকে দেখতে বাড়ি যাচ্ছিলেন ডা. বাসুদেব। কিন্তু বাড়িতে পৌঁছানোর মাত্র আধা ঘণ্টা আগে দুর্ঘটনায় পড়ে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে।
বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার চার ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিবারের সদস্যদের নিয়ে ফেরিতে দাঁড়ানো একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। কিন্তু দুর্ঘটনায় তার আর ‘প্রাণ’ নিয়ে বাড়ি যাওয়া হলো না। ডা. বাসুদেব সাহা চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন

পাঠকের মতামত
Very sad news. May Allah give them eternal peace.
Rest in peace
Rest in peace.
Khub eee mormahoto