অনলাইন
আল-জাজিরার সাংবাদিক শিরিনের অন্ত্যেষ্টিক্রিয়ায় ইসরায়েলি পুলিশের হামলায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ
মানবজমিন ডিজিটাল
(৩ বছর আগে) ১৪ মে ২০২২, শনিবার, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৪ অপরাহ্ন

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়া মানুষজনের ওপর লাঠিপেটা করেছে ইসরায়েলি পুলিশ। এক পর্যায়ে তার কফিনটি প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেনঃ
"ফিলিস্তিনি আমেরিকান শিরিন আবু আকলেহের অন্ত্যেষ্টিক্রিয়ায় ইসরায়েলি পুলিশের অনুপ্রবেশের চিত্র দেখে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। প্রিয়জনকে মর্যাদাপূর্ণভাবে চিরবিদায় জানানোর অধিকার প্রতিটি পরিবারেরই রয়েছে।"
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় শিরিন হত্যার অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছিল। শিরিন আবু আকলেহে বুধবার নিহত হয়েছিলেন।