ঢাকা, ২৫ মার্চ ২০২৩, শনিবার, ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

খেলা

প্রথম টেস্ট খেলছেন সাকিব, নিশ্চিত করলেন অধিনায়ক মুমিনুল

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

(১০ মাস আগে) ১৪ মে ২০২২, শনিবার, ১২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২৮ অপরাহ্ন

mzamin

করোনা থেকে সুস্থ হলেও সাকিব আল হাসানের চট্টগ্রাম টেস্ট খেলা নিয়ে ধোঁয়াশা ছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কিংবা বিসিবি নির্বাচকদের কেউই সাকিবকে নিয়ে দেননি পূর্ণ নিশ্চয়তা। অবশেষে সুসংবাদ দিলেন মুমিনুল হক। আজ সাগরিকায় সংবাদসম্মেলনে টাইগার অধিনায়ক জানালেন, প্রথম টেস্টে খেলবেন সাকিব।
আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আজ ঐচ্ছিক অনুশীলন ছিল খেলোয়াড়দের। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুমিনুল বলেন, ‘ হ্যাঁ, তিনি খেলবেন। অনুশীলন দেখে তো ভালোই মনে হলো। ভালোই ব্যাটিং করলেন।’

গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, করোনা সারিয়ে টেস্ট খেলাটা কঠিন। সীমিত ওভারের খেলা হলে সাকিবকে দলে নেয়া নিয়ে কোনো আলোচনার দরকার ছিল না। মুমিনুল জানান, সাকিবকে ফিট মনে হয়েছে তার।

বিজ্ঞাপন
তিনি বলেন, ‘উনাকে দেখে আমার মনে হয়েছে উনি খেলার মতো ফিট। সাকিব ভাই মানসিকভাবে অনেক শক্ত। এটা আপনারা সবাই জানেন। উনি চাইলেই খেলতে পারেন।’

১০ই মে হঠাৎ করোনা আক্রান্তের খবর দেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তাকে দলে পাওয়া নিয়ে জাগে শঙ্কা। তবে গতকাল করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ আসেন তিনি। সেদিনই সন্ধ্যার ফ্লাইটে চট্টগ্রামে গিয়ে টিম হোটেলে ওঠেন। আজ সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যোগ দেন ঐচ্ছিক অনুশীলনে। নেটে ব্যাটিংও করেন দেশসেরা অলরাউন্ডার।

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সাকিব। এরপর পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকায় সাদা পোশাকের ক্রিকেট খেলতে পারেননি। চট্টগ্রাম টেস্ট হতে চলেছে দেশসেরা অলরাউন্ডারের প্রত্যাবর্তন ম্যাচ।
আগামীকাল সকাল ১০টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ২৩শে মে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় ম্যাচ। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status