খেলা
আবাহনীর অভিজ্ঞতা কিংসে কাজে লাগাতে চান সোহেল রানা
স্পোর্টস রিপোর্টার
১৪ মে ২০২২, শনিবার
এএফসি কাপ খেলতে আজ ঢাকা ছাড়ছে বসুন্ধরা কিংস ফুটবল দল। এই দলের হয়েই প্রায় তিন বছর পর আবারও এএফসি কাপের ম্যাচে খেলতে নামবেন মিডফিল্ডার সোহেল রানা। সর্বশেষ ২০১৯ সালে সাবেক ক্লাব আবাহনীর হয়ে খেলেছিলেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। সে আসরে গ্রুপ পর্ব পার করে জোনাল সেমিফাইনালে খেলেছিল তার দল। উত্তর কোরিয়ার দল এপ্রিল টুয়েন্টি ফাইভের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে সপ্তাহের সেরা গোলের পুরস্কার জিতেছিলেন তিনি। বদলেছে ক্লাব, বদলেছে সময়। এবার নতুন ক্লাবের জার্সিতে এএফসি কাপ মাতাবেন সোহেল রানা। বাংলাদেশ জাতীয় দল ও ক্লাব পর্যায়ের অভিজ্ঞতা বসুন্ধরা কিংসের জার্সিতে কাজে লাগাতে চান এই মিডফিল্ডার। এএফসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বসুন্ধরা কিংসকে আমার অভিজ্ঞতার মাধ্যমে ম্যাচ জিততে সাহায্য করতে চাই। আমি এটাও বিশ্বাস করি যে আমার উপস্থিতি তরুণ খেলোয়াড়দের একই চ্যালেঞ্জ নিতে অনুপ্রাণিত করবে।’ দেশসেরা সব ফুটবলার এবং ভালো মানের বিদেশি নিয়ে এএফসি কাপ মিশনে যাচ্ছে বসুন্ধরা কিংস। তাই সোহেল রানার বিশ্বাস পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে গ্রুপের যেকোনো দলকে হারাতে পারে কিংস। সোহেল রানা বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের কাছে প্রতিভাবান বাংলাদেশি খেলোয়াড়ের পাশাপাশি কিছু প্রমাণিত বিদেশি ফুটবলার আছে। তাই আমরা পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। দেশের শীর্ষ পর্যায়ের ফুটবলে আবির্ভাবের চার বছরে দুইটি লীগ শিরোপাসহ দুটি ফেডারেশন কাপ ও একটি স্বাধীনতা কাপ জিতেছে বসুন্ধরা কিংস। ঘরোয়া ফুটবলের পাশাপাশি কিংসের লক্ষ্য এখন এশিয়ায় নিজেদের প্রতিষ্ঠিত করা। সে লক্ষ্যে বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। এ ব্যাপারে সোহেল রানা বলেন, ‘বসুন্ধরা কিংস সবসময় একটি সঠিক দৃষ্টিভঙ্গি এবং কৌশল নিয়ে সামনের দিকে মনোনিবেশ করে। এটি তাদের দক্ষিণ এশিয়ার ফুটবলে প্রতিষ্ঠিত হতে সাহায্য করছে। একটি ফুটবল ক্লাব পরিচালনার ধারণাটি তাদের সর্বোচ্চ মানের এবং সেই কারণে তারা পথচলার ১০ বছরেরও কম সময়ে সেরা ফলাফল পাচ্ছে।’
সাবেক ক্লাব আবাহনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সোহেল রানা বলেন, ‘কোনো সন্দেহ নেই, ঢাকা আবহানী আমার ক্যারিয়ার তৈরিতে যথেষ্ট সাহায্য করেছে। আমি খুশি সেখানে অনেক সফলতা পেয়েছি। আবাহনীর হয়ে এএফসি কাপে দারুণ কিছু স্মৃতি আছে আমার। এখন আমি যেহেতু কিংসের খেলোয়াড়, আমার টার্গেট হলো কিংসকে এএফসি কাপে সফলতা এনে দেয়া। এটাই আমার বড় চ্যালেঞ্জ।’
আগামী ১৮ই মে শুরু হবে বসুন্ধরা কিংসের এএফসি কাপ মিশন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস। কিংসের দ্বিতীয় ম্যাচ ২১শে মে, মুখোমুখি হবে ভারতের এটিকে মোহনবাগানের। শেষ ম্যাচ ২৪মে, প্রতিপক্ষ ভারতেরই গোকুলাম কেরালা।