ভারত
ঋষিকে দেখার পরই সিদ্ধান্ত বদলান নারায়ণ মূর্তি!
বিশেষ সংবাদদাতা
(২ বছর আগে) ২৫ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৬ পূর্বাহ্ন

ইনফসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির একটি বড় গুণ- তিনি দুঃখে ভেঙে পড়েন না, আনন্দে আপ্লুত হন না। মঙ্গলবার সাংবাদিকরা যখন তাঁকে জিজ্ঞেস করলেন, ঋষি সুনাককে বিয়ে করার সিদ্ধান্ত যখন তাঁর মেয়ে অক্ষরা নিয়েছিল তখন তাঁর কী মানসিকতা হয়েছিল? সাংবাদিকদের প্রশ্নের জবাবে অকপট হলেন ইনফসিস প্রতিষ্ঠাতা। বললেন, মেয়ের ব্যাপারে তিনি বরাবরই খুঁতখুঁতে। তাই তিনি অক্ষরার সিদ্ধান্তে খুশি হননি। কিন্তু ঋষি সুনাককে দেখার পর তাঁর সিদ্ধান্ত বদলায়। জানালেন, ইয়ংম্যানটি বড়োই উজ্জ্বল ছিল, আত্মবিশ্বাসী ছিল। স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়তে গিয়ে ঋষি ও অক্ষরার প্রেম হয়। একটি কফি শপে দুজনের দেখা হয়। তারপর কফির কাপে চুমুক দিতে দিতে দুজনের প্রেম ধুমায়িত হয়। দুজনের বিয়ের ফসল দুই কন্যা- কৃষ্ণা ও আনুশকা। ঋষি সুনাকের জন্ম ১৯৮০ সালের ১২ মে। বৃটেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী তিনি। বাবা যশবীর সুনাক ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মী। মা উষা একজন ফার্মাসিস্ট। ২০০১ সালে ঋষি স্নাতক হন। ২০০৬ সালে স্টানফোর্ডে এমবিএ করতে যান। ২০১৫ সালে রিচমন্ড থেকে সাংসদ হন। ঋষি এবং অক্ষরা বৃটেনের অন্যতম ধনী দম্পতি। দুজনের সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ছ হাজার আটশ কোটি টাকা। কিন্তু সম্পদ দিয়ে নয়, ঋষি সুনাক আজ ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে প্রথম হিন্দু, ভারতীয় বংশোদ্ভূত। ব্রিটিশ শাসনে পরাধীন হয়েছিল ভারত। আজ ঋষি সুনাক যেন তার যোগ্য জবাব।