শেষের পাতা
করোনায় আরও দুই জনের মৃত্যু শনাক্ত ৬৯৬
স্টাফ রিপোর্টার
৪ অক্টোবর ২০২২, মঙ্গলবারসোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৯৬ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৫৩৫ জন। ৬৯৬ জনের মধ্যে রাজধানীতেই ৫৬৮ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১২ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৩৫ শতাংশ। এই সময়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৭১ জনে। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ২৬ হাজার ৯০৮ জন। গত ২৪ ঘণ্টায় ৫৩৮ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৬৬ হাজার ৬৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮০২টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৭৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।