বাংলারজমিন
সাতক্ষীরা পৌর মেয়রসহ বিএনপি’র ১০ নেতাকর্মী গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
৪ অক্টোবর ২০২২, মঙ্গলবারসাতক্ষীরা পৌর মেয়রসহ বিএনপি’র ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে চারটার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর স ম কাইয়ুম জানান, বিএনপি’র দশজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুল আলিম জানান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা পৌর বিএনপি’র আহ্বায়ক শের আলী, সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ নবগঠিত পৌর বিএনপি’র সভা চলাকালে পৌর বিএনপি’র আহ্বায়ক শের আলীসহ ১০ নেতাকে আটক করেছে সদর থানা পুলিশ। পৌর মেয়র নবগঠিত পৌর বিএনপি’র সদস্য সচিব। এছাড়া আটক করা হয়েছে পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিনকে। জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলুসহ দশজনকে গ্রেপ্তার করা হয়েছে।