কলকাতা কথকতা
পি কে হালদারকে এখনই বাংলাদেশে ফেরানোর সম্ভাবনা নেই
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৩ অক্টোবর ২০২২, সোমবার, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৫ অপরাহ্ন

কয়েক হাজার কোটি টাকা প্রতারণার পর বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসা প্রতারক পি কে হালদারকে এখনই বাংলাদেশে প্রত্যর্পণের কোনো সম্ভাবনা নেই। যদিও বাংলাদেশ সরকার পিকে হালদারকে নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে বিচারের কথা বলেছে। কিন্তু ভারতে যে যে ধারায় পি কে হালদারের বিরুদ্ধে মামলা আনা হয়েছে তাতে এই মামলার নিষ্পত্তি না হলে তাঁকে প্রত্যর্পণ করা সম্ভব নয়। পিকে হালদারের আইনজীবীরা জানাচ্ছেন, পি কে হালদারের বিরুদ্ধে ফেমা এবং ফেরা- এই দুটি ধারাই প্রয়োগ করা হয়েছে। দুটি ধারাই বিদেশী মুদ্রার বেআইনি লেনদেন সম্পর্কিত। এই মামলার ধারা অত্যন্ত কঠিন। ভারতে বেআইনি বিদেশী মুদ্রা আনা এবং ভারত থেকে বেআইনি মুদ্রা পাঠানো সম্পর্কে জড়িত পি কে হালদার। হাওয়ালার মাধ্যমে প্রচুর বেআইনি টাকার লেনদেন করেছেন তিনি। ব্যাংকশাল কোর্টে সি বি আইয়ের বিশেষ এজলাসে তাঁর মামলা ফের উঠবে পুজোর পর। মামলার নিষ্পত্তি হওয়ার আগে পি কে হালদারের বাংলাদেশে প্রত্যর্পণের সম্ভাবনা ক্ষীণ।