বিনোদন
গ্র্যামি বিজয়ী সংগীতশিল্পী কুলিও আর নেই
বিনোদন ডেস্ক
(১ বছর আগে) ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১২:৫৬ অপরাহ্ন

গ্র্যামি বিজয়ী সংগীতশিল্পী ও মার্কিন র্যা পার কুলিও মারা গেছেন। তার আসল নাম ছিল আর্টিস লিওন আইভে জুনিয়র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুলিওর বন্ধু এবং দীর্ঘদিনের ম্যানেজার জারেজ পোসি। তিনি বলেন, লস অ্যাঞ্জেলেসে এক বন্ধুর বাড়ির বাথরুমে বুধবার বিকেলে কুলিওকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপরই তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কোনো কারণ জানাননি তিনি। কুলিও ৮০’র দশকের শেষের দিকে ক্যালিফোর্নিয়ায় র্যা পার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। কিন্তু ১৯৯৫ সালে যখন তিনি ডেঞ্জারাস মাইন্ডস চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকের জন্য গ্যাংস্টা’স প্যারাডাইস প্রকাশ করেন তখন বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। ১৬টি দেশে পপ চার্টে শীর্ষস্থান দখল করে এ গানটি।
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
বিনোদন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]