বাংলারজমিন
মৌলভীবাজারে ডিস্ট্রিক পলিসি ফোরামের আলোচনা সভা
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবারমৌলভীবাজারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আয়োজনে মৌলভীবাজার সার্কিট হাউজের মুন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিবের সভাপতিত্বে এবং সম্পাদক পরিতোষ দেবের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আনোয়ার হোসেন, মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ময়নুল হক। বক্তব্য রাখেন সদর উপজেলা প:প: কর্মকর্তা রিপন কুমার দাশ, জেলা সমাজসেবা বিভাগের এডি সাইফ উদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক আনোরুল কাদির, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ, হজরত শাহমোস্তফা (রা.) কলেজের সহকারী অধ্যাপক মো. আছাদুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ, সাংবাদিক মু. ইমাদ উদ দীন, মাহবুবুর রহমান রাহেল, পিন্টু দেবনাথ, পি ফর ডি প্রকল্পের সিলেট বিভাগের রিজিওনাল কো-অর্ডিনেটর (আরসি) আলমগীর মিয়া ও ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর আকলিমা চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, সু-শাসনের পূর্বশর্ত দুর্নীতিমুক্ত স্বচ্ছ ও জবাবদিহিতামূলক জনসেবা নিশ্চিত করা। আর এ জন্য অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]