ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

জুড়ীতে সরকারি জমিতে করাত কল, এলাকাবাসীর সংবাদ সম্মেলন

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

মৌলভীবাজারের জুড়ীতে রাতের আঁধারে সরকারি জমিতে অবৈধভাবে করাত কল স্থাপন করার প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলনের আয়োজন করেন। গতকাল সকাল ১১টায় জুড়ী উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জাঙ্গীরাই ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবদুল জব্বার অভিযোগ করে বলেন, স্থানীয় প্রভাবশালী হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য খুরশিদ আলম, জয়নাল আবেদীন জনা প্রমুখ গংরা মিলে স্থানীয় বন বিভাগের যোগসাজশে রাতের আঁধারে করাত কলটি স্থাপন করে। এখন ঘনবসতি এলাকার লোকজন এ বিষয়ে ফুঁসে উঠেছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, আমাদের এলাকার মানুষের শত প্রতিবাদের পরও রাতের বেলা করাত কলের মেশিনপত্র এনে ওই স্থানে স্থাপন করা হয়। এখন তাদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ ছাড়াও ঘনবসতির ২০০ গজ দূরত্বে স্থাপন করার বিধান থাকলেও এক্ষেত্রে কোনো বিধান মানা হচ্ছে না। করাত কলটি অবিলম্বে অপসারণ করার জন্য বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য বাসনা আক্তার, ভুক্তভোগী শিল্পী বেগম, আম্বিয়া বেগম, মালি বেগম, সাহেরা বেগম, ফাতেমা বেগম, নূরজাহান বেগম প্রমুখ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status