বাংলারজমিন
দোহার-নবাবগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপে সালমান এফ রহমানের অনুদান
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
দোহার নবাবগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান। এ উপলক্ষে গতকাল সকালে নবাবগঞ্জ উপজেলার কনফারেন্স রুমে এবং দোহার উপজেলার কনফারেন্স রুমে পৃথকভাবে অনুদান বিতরণ সভা অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গাপূজা-২০২২ উদ্যাপন উপলক্ষে সালমান এফ রহমানের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রতি পূজামণ্ডপে ৫শ’ কেজি চাল বিতরণ করা হয়। নবাবগঞ্জে উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমদ ঝিলু। সভায় আরও উপস্থিত ছিলেন সালমান এফ রহমান এমপির প্রতিনিধি ও বেক্সিমকো গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান শিকদার, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পূজা উদ্যাপন কমিটির সভাপতি। অপরদিকে দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলমের সভাপতিত্বে দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে বিভিন্ন পূজা উদ্যাপন কমিটির সভাপতির হাতে অনুদান তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল, দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাহার বেপারী, দোহার উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডা. মো. জসিম উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য সুরুজ আলম, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি সোহাগ, দোহার উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অমিতাভ অপু। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি সভাপতি সাংবাদিক খালিদ হোসেন সুমন ও সমিতির ডিজিএম সুশান্ত রায়।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]