ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

৩৩ বছরের রেকর্ড ভাঙলেন ইমরানুররা

স্পোর্টস রিপোর্টার
২৬ সেপ্টেম্বর ২০২২, সোমবার
mzamin

জাতীয় সামার অ্যাথলেটিকসের শেষ দিনে ভাঙে দুটি রেকর্ড। একটি ৩৩ বছর আগের, অন্যটি ২৪ বছরের পুরনো। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ৩৩ বছরের রেকর্ড ভেঙেছে ৪ী১০০ মিটার রিলেতে। শনিবার এই ইভেন্টে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর চার অ্যাথলেট ইমরানুর রহমান, আব্দুল মোত্তালেব, শরিফুল ও আফজাল খাঁ। তারা সময় নেন ৪০.৪৫ সেকেন্ড। ১৯৮৯ সালে ইসলামাবাদ সাফ গেমসে এই ইভেন্টে ৪০.৫৯ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড করেছিলেন শাহ জালাল, শাহ আলম, শাহান উদ্দিন ও মিলজার হোসেন।  ২৪ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে ২০০ মিটার স্প্রিন্টে। এই ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রাকিবুল হাসান। তিনি সময় নেন ২০.৭৮ সেকেন্ড (হ্যান্ড টাইমিং এ রেকর্ড)। এই ইভেন্টে আগের রেকর্ড ছিল প্রয়াত মাহাবুব আলমের।

বিজ্ঞাপন
১৯৯৯ সালে ২১.০০ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন মাহাবুব আলম। দুই দিনব্যাপী সামার অ্যাথলেটিকসে ২০টি স্বর্ণ নিয়ে পদক তালিকার শীর্ষে বাংলাদেশ নৌবাহিনী। পুরুষদের মধ্যে সেরা খেলোয়াড় হয়েছেন দ্রুততম মানব ইমরানুর রহমান ও নারীদের মধ্যে সেরা খেলোয়াড় হয়েছেন উম্মে হাফসা রুমকি। সেরা সংগঠক ডা. মঈন উদ্দিন আহমদ। ২০০ মিটার স্প্রিন্টের নারী বিভাগের স্বর্ণ জিতেছেন শিরিন আক্তার। তিনি প্রথম দিন ১০০ মিটার স্প্রিন্টে শিরোপা জেতেন। দ্রুততম মানবী শিরিন আক্তার ২০০ মিটারে সময় নিয়েছেন ২৪.৫২ সে. (হ্যান্ড টাইমিং) ২৫.৭ (ই)।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status