ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ভক্তের ফোন ভেঙে ফেলার দায়ে অভিযুক্ত রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার
mzamin

খেলার মাঠে ভক্তের ফোন ভাঙার সেই ঘটনা থেকে এখনো রেহাই মেলেনি ক্রিস্টিয়ানো রোনালদোর। ভিডিও ফুটেজ দেখে তাকে অভিযুক্ত করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ভিডিও ফুটেজে দেখা গেছে, ড্রেসিংরুমে ফেরার পথে ভক্তের ফোন চাপড় মেরে ফেলে দেন রোনালদো।
ঘটনাটা গত এপ্রিলের। গুডিসন পার্কে প্রিমিয়ার লীগের ম্যাচে এভারটনের কাছে ১-০ গোলে হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শেষে ম্যানইউ ফরোয়ার্ড রোনালদো ড্রেসিংরুমে ফেরার পথে এভারটন সমর্থক এক বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর মুঠোফোনে তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করে। এসময় রোনালদো বিরক্ত হয়ে সেই ভক্তের হাতে চাপড় মারেন। তাতে ছেলেটির হাত থেকে মুঠোফোন পড়ে যায়। ঘটনার ভিডিওটি সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শুরু হয় তীব্র সমালোচনা। পরদিন রোনালদো নিজে ইনস্টাগ্রামে দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমাদের উচিত নিজের আবেগ সংযত রেখে তরুণদের সামনে উদাহরণ তৈরি করা।

বিজ্ঞাপন
আমি আমার প্রতিক্রিয়ার জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।’ তবে তাতেও ঝামেলা শেষ হয়নি। গত আগস্টে মার্সেসাইড পুলিশ রোনালদোকে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করে মৌখিকভাবে সতর্ক করে দেয়। এর মধ্যে এভারটনের সেই ভক্তকে ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ দেখার জন্য আমন্ত্রণও জানান রোনালদো। জেক হার্ডিং নামের অপ্রাপ্তবয়স্ক বিশেষ চাহিদাসম্পন্ন সেই ভক্ত এপ্রিলের সেই দিনে মায়ের সঙ্গে প্রথমবারের মতো গিয়েছিল নিজের প্রিয় দল এভারটনের খেলা দেখতে। প্রথম দিনেই রোনালদোর কাছে একটা বিশেষ চাহিদাসম্পন্ন অপ্রাপ্তবয়স্ক ভক্ত এমন আচরণের শিকার হওয়ায় কেউ-ই বিষয়টি ভালো চোখে দেখেননি। পরে এফএ জানায়, এই ঘটনার তদন্ত করা হবে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শুক্রবার এ নিয়ে বিবৃতি দিয়েছে এফএ। রোনালদোকে ‘অশোভন এবং সহিংস আচরণ’Ñএর দায়ে অভিযুক্ত করেছে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, ‘গত ৯ই এপ্রিল শনিবার প্রিমিয়ার লীগে ম্যাচ শেষে যে ঘটনা ঘটেছে, তাতে এফএর ই-৩৩ বিধি ভাঙার দায়ে অভিযুক্ত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ বাঁশি বাজার পর এই ফরোয়ার্ডের আচরণ অশোভন এবং সহিংস ছিল।’ এফএ এই বিবৃতি দেওয়ার পর রোনালদোর ক্লাব ইউনাইটেডের পক্ষ থেকে বলা হয়, ‘ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে এফএর বিবৃতিটা আমরা দেখেছি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার উত্তরে সমর্থন জানাবো আমরা।’ বিবিসির প্রতিবেদক সাইমন স্টোন জানিয়েছেন, রোনালদোর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা সচরাচর দেখা যায় না। পর্তুগিজ তারকা অপরাধ স্বীকার করেছেন কি না, তা নিয়ে শুনানি হবে। মৌখিক সতর্কবার্তা, জরিমানা কিংবা নিষেধাজ্ঞাÑ এর মধ্যে যেকোনো শাস্তি হতে পারে রোনালদোর। টটেনহাম ডিফেন্ডার এরিক ডায়ার দুই বছর আগে গ্যালারিতে গিয়ে এক দর্শকের সঙ্গে বচসা বাধিয়েছিলেন। সে জন্য চার ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ডায়ার। এর আগে হার্ডিংয়ের মা সারা কেলি বলেন, রোনালদোর এমন আচরণের তিনি কোনো কারণ খুঁজে পাননি। সারা বলেন, ‘আমিও কাঁদছিলাম। ছেলেও মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেয়েছে। বাসায় আসার আগপর্যন্ত ঘটনাটা হজম করতে তার কষ্ট হয়েছে। এতটাই মন খারাপ যে আবারও ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলেছে। এটা ছিল তার প্রথম ফুটবল ম্যাচ দেখার দিন, আর সেদিনই এমন কিছু ঘটলো। বিশেষ চাহিদাসম্পন্ন একটা ছেলে একজন ফুটবল খেলোয়াড়ের লাঞ্ছনার শিকারÑ আমি বিষয়টিকে এভাবে দেখি।’

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status