অনলাইন
মুন্সিগঞ্জে সংঘর্ষে আহত যুবদল কর্মী শাওনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২২ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২০ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বুধবার পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় আহত যুবদলকর্মী শহীদুল ইসলাম শাওন (২৭) মারা গেছেন। বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামও এই তথ্য নিশ্চিত করেছেন।
শাওনকে গতকাল মুন্সিগঞ্জ থেকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মাথায় আঘাত ছিল। গতকাল সদর উপজেলা বিএনপি’র সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে শাওনসহ ৩ জনকে ঢাকা আনা হয়েছিল।
নিহত শাওন মুন্সিগঞ্জে অটোরিকসা চালাতেন। তার বাবাও অটোরিকসা চালক। পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুই বছর আগে শাওন বিয়ে করেন।
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে
এমপি বাহারের আবেদনে সাড়া মেলেনি/ ঘরের বউকে ঘরে তুলতে বললেন আদালত
এনডিটিভি'তে সাগরিকা সিনহা/ শেখ হাসিনার ধারণা, বাংলাদেশে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]