অনলাইন
রাজধানীতে ইন্টারভিউ দিয়ে এসে যুবকের আত্মহত্যা
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার, ১:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৫২ অপরাহ্ন
রাজধানীর পশ্চিম ধানমন্ডির একটি সাততলা বাসায় গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ তানভীর আহমেদ(২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত দশটার দিকে এই ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে বারোটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা অসিত আনসারী জানান, আমার বোন ও বোনজামাই বিদেশে থাকেন। ছোট থেকে আমার তিন ভাগিনা আমাদের বাসায় থাকেন। তানভীর এবার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হয়েছে। গতকাল একটা চাকরির ইন্টারভিউ দিয়ে বাসায় আসে। এরপর নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের হুকের সঙ্গে বিছানার চাদর দিয়ে তানভীর গলায় ফাঁসি দেয়। পরে দ্রুত অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, আমার ভাগিনা কি কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। ওরা দুই ভাই যমজ ছিল।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর জেলায়। মোঃ মোজাম্মেল হকের পুত্র সে। বর্তমানে পশ্চিম ধানমন্ডি রোড নম্বর ১৯ বাসা নম্বর ১৯৩/এ সাত তলায় থাকতো। বাবা-মা অনেকদিন ধরে বিদেশে আছেন। নিহত তানভীররা তিন ভাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।