ভারত
স্ত্রীর অসম্মতিতে যৌন সম্পর্ক ধর্ষণ কিনা দ্বিধাবিভক্ত ভারতীয় সুপ্রিম কোর্ট
বিশেষ সংবাদদাতা
(২ বছর আগে) ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২২ অপরাহ্ন

স্ত্রীর অসম্মতিতে কোনও ব্যক্তি যৌন সম্পর্ক স্থাপন করলে সেই অপরাধ ধর্ষণের আওতায় আসবে কিনা তা নিয়ে দ্বিধাবিভক্ত ভারতীয় সুপ্রিম কোর্ট। এই কোর্টের বিচারপতি রাজীব সাকধের এবং সি হরিচাঁদ এই বিষয়টি নিয়ে ঐকমত্য না হওয়ায় বল পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। তাঁদের অভিমত চাওয়া হয়েছে এই বিষয়ে। ডিভিশন বেঞ্চটি বিভিন্ন এনজিও এবং মহিলা সংগঠনের আনা মামলার বিচার করছিলো। বিচারপতি সাকধের মনে করেন, ১৬২ বছরের পুরোনো ইন্ডিয়ান পেনাল কোডের আইন বাতিল করে স্ত্রীদের অধিকার প্রতিষ্ঠা করতে। তিনি মনে করেন, স্ত্রীদের অধিকার আছে স্বামী যৌনসঙ্গমে বাধ্য করলে তার প্রতিকার চাওয়ার। স্বামী-স্ত্রীর মধ্যে অনিচ্ছুক সঙ্গম হলে তা ধর্ষণের আওতায় আসা উচিত বলে বিচারপতি সাকধের মনে করেন। বিচারপতি হরিচাঁদ মনে করেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক একান্ত ব্যক্তিগত। অনিচ্ছুক সঙ্গম নিয়ে আইন আদালতের দ্বারস্থ না হয়ে তা নিজেদের মধ্যেই মেটানো সম্ভব। তিনি স্ত্রীর অনিচ্ছায় যৌন সম্পর্ককে ধর্ষণের আওতায় আনার পক্ষপাতী নন। এই দুই বিচারপতির মতপার্থক্যর পর বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। অনিচ্ছুক সঙ্গমের ফলে ভারতে জনসংখ্যা বাড়ার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। স্বামীর অধিকার ফলিয়ে স্ত্রীকে বিছানায় নিয়ে যাওয়ার প্রয়াস সম্পর্কে নারীবাদী সংগঠনগুলো সরব হয়েছে। আজও ভারতের প্রত্যন্ত অঞ্চলের মানুষ- পুত্রর্থে ক্রিয়তে ভার্যা- এই নীতিতে বিশ্বাসী। স্ত্রীদের অনেকেই মনে করেন স্বামীকে শারীরিক বিনোদন দেওয়া তাঁদের কর্তব্য। সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে এখন গোটা দেশ।