কলকাতা কথকতা
আজ মুখ্যমন্ত্রী মমতার পরিবারের সদস্যের আয় সংক্রান্ত মামলার শুনানি, সিবিআইকেও নোটিশ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৬ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার, ১১:১৯ পূর্বাহ্ন
মামলাটি করেছেন বিজেপির আইনজীবী সেলের প্রধান তরুণজ্যোতি তেওয়ারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের ছয় সদস্যের আয়ের সঙ্গে সংগতিহীন সম্পত্তি নিয়ে মামলা। মুখ্যমন্ত্রীর পাঁচ ভাই ও এক পুত্রবধূর বিরুদ্ধে এ মামলা। এতে অভিযুক্তরা হলেন মুখ্যমন্ত্রীর দাদা অজিত বন্দোপাধ্যায় ও ভাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দোপাধ্যায়, সমীর বন্দ্যোপাধ্যায়, গণেশ বন্দ্যোপাধ্যায়, স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায় ও ভাতৃবধূ ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। এই মামলায় নোটিশ পাঠানো হয়েছে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ, সিবিআই-এর ডিরেক্টর, সলিসিটর জেনারেল ও আয়কর অধিকর্তাকে। হাইপ্রোফাইল এই মামলাটি ঘিরে আজ বাংলায় প্রবল উত্তেজনা। কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য সাফ জানিয়েছেন, ভাইয়েরা সবাই সাবালক। পারিবারিক অনুষ্ঠানে তারা মিলিত হন, এর বেশি কিছু নয়। এছাড়াও মমতা বলেছেন, তার বসতবাড়ি নিয়ে যদি কোনও জটিলতা থাকে তাহলে তিনি বাড়িটি গুঁড়িয়ে দেবেন।