ভারত
প্রেমিকের দেয়া আগুনে ভস্মীভূত তিনতলা বাড়ি, পুড়ে অঙ্গার ৭ জন
বিশেষ সংবাদদাতা
(৩ বছর আগে) ৮ মে ২০২২, রবিবার, ১১:৪৬ পূর্বাহ্ন

এক মর্মান্তিক ঘটনায় মধ্যপ্রদেশের ইন্দোরে স্বর্ণবাগ এলাকায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে সাত জনের। আশংকাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও পাঁচ জন। মৃতদের মধ্যে দুজন মহিলা আছেন। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে এক যুবক শনিবার রাত দুটো ৫৪ নাগাদ তিনতলা ওই বাড়িতে ঢুকছে। তিনটে নাগাদ বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে দরজা বাইরে থেকে লক করে সে বেরিয়ে যায়। তারপরই আগুনের লেলিহান শিখা বাড়িটিকে গ্রাস করে। সিসিটিভির ফুটেজ দেখে ওই যুবককে সঞ্জয় দিক্ষিত বলে চিহ্নিত করেছে প্রতিবেশীরা। ছয় মাস আগে সঞ্জয় এই বাড়িতেই ভাড়া থাকতো। ওই সময় এই বাড়ির একটি মেয়ের সঙ্গে তার প্রেম হয়। মেয়েটির বিয়ে অন্যত্র ঠিক হয়ে যাওয়ায় প্রতিশোধস্পৃহায় সঞ্জয় এই বাড়িতে আগুন লাগিয়েছে বলে অনুমান পুলিশের। এই আগুনে দগ্ধ হয়ে মারা গেছে- আকাঙ্খা, আশিস রাঠোর, দেবেন্দ্র সালভে, গৌরব পাওয়ার, ভাওয়ার সিং, মিতু সিং ও সমীর সিং তোমার। পুলিশ সঞ্জয় এর খোঁজ করছে।