কলকাতা কথকতা
কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ৫০ টাকা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ৮ মে ২০২২, রবিবার, ১১:১৯ পূর্বাহ্ন

রান্নার গ্যাস এর দাম এক ধাক্কায় ৯৭৬ টাকা থেকে বাড়িয়ে ১০২৬ টাকা করা হয়েছে শুক্রবার মধ্যরাত থেকে। ১৪ কেজি ২০০ গ্রামের এই সিলিন্ডার এর দাম বাড়ার ফলে গৃহস্থের নাভিশ্বাস উঠেছে। গ্যাস এর মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দুই তৃণমূল মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচাৰ্য ও শশী পাঁজা তোলা উনুন নিয়ে পদযাত্রা করে সেই উনুনে রাজপথে রান্না করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে একটি চিঠি দিয়ে বলেছেন, পেট্রল ডিজেলের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এর মধ্যে মধ্যবিত্তের এই হেঁশেল লুটের কি প্রয়োজন ছিল? তিনি বৃহত্তর আন্দোলনের ডাকও দিয়েছেন। ভারতে শুধু রান্নার গ্যাস এর দামই বাড়েনি, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস এর দাম হয়ে গেছে ২১১৫ টাকা ৫০ পয়সা। এর ফলে কমার্শিয়াল গ্যাস ব্যবহারকারীরাও সমস্যায়। হোটেল-রেঁস্তোরায় খাবারের দাম বাড়বে। এলপিজির দাম বাড়ায় পরিবহন ব্যয় বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় এর অভিমত- এই ঘটনাগুলি জ্বলন্ত অগ্নিকুণ্ড তৈরি করবে