অনলাইন
টিটিইকে বরখাস্ত করা হয়েছে জেল-জরিমানা তো আর হয়নি!
গোলাম মোর্তোজা
(১ সপ্তাহ আগে) ৭ মে ২০২২, শনিবার, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৮ অপরাহ্ন

একজন টিটিই’র কত বড় সাহস রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়দানকারী ৩ জনকে জরিমানা করে? এসি কামরা থেকে শোভন শ্রেণিতে পাঠায়? মন্ত্রীর আত্মীয় পরিচয়দানকীরীত্রয় কি এমন অপরাধ করেছে? তারা একটি এসি কামরা দখল করেছে,পুরো ট্রেন তো আর দখল করেনি! পরিচয় দেওয়ার পরেও টিটিই তাদের জরিমানা করে নিশ্চয় গর্হিত অপরাধ করেছে, তাই না?
তাৎক্ষণিকভাবে টিটিইকে বরখাস্ত করা হয়েছে এতে টিটিই’র তো খুশি হওয়ার কথা, জেল-জরিমানা তো আর হয়নি!
কয়েকদিন আগে ব্রিটিশ পুলিশ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে জরিমানা করে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছিল। এবার আন্তর্জাতিক গণমাধ্যম যদি রেলমন্ত্রীর পরিচয়দানকারী আত্মীয়ত্রয়কে নিয়ে সংবাদ প্রকাশ না করে, নিশ্চয় তা ‘বিদ্বেষপ্রসূত’ অনায্য হবে।
ফেসবুক থেকে নেয়া
পাঠকের মতামত
তাহলে কি জেল জরিমানা করতে পারলে মন্ত্রী আরো খুশি হতেন? তবে আশ্চর্যের কিছু না। সব লেজকাটা শিয়ালের দেশে লেজওয়ালা শিয়ালরা একটু বেকায়াদায ই থাকে।
বরখাস্ত করা হয়েছে, চলন্ত ট্রেনের নীচে তো ফেলে দেওয়া হয়নি! দিলে কি হতো? তদন্ত টিম দুর্ঘটনা বলে চালিয়ে দিত।
ওরা অপেক্ষা করছে। কিছুদিন পর যখন এ ঘটনা সবাই ভুলে যাবে যখন এই টিটিই খবর কেউ রাখবে না। তখন হয়তো তাকে গুম করা হবে।
হিরক রাজার আত্মীয় স্বজন এর দাপটেই রাজ্যের প্রজাকুল চিঁড়ার মত চ্যাপ্টা হয়ে গেছে এখন চিঁড়ার উপরও আবার গবুচন্দ্র মন্ত্রীর আত্মীয় স্বজনরা আবার চরাও হচ্ছে। যাবে কোথায়।
টিটিকে চাকরি দিল কে?
Take necessary action of main culprits .
গণতন্ত্রের আকাল ভূমি তুমি প্রিয় বাংলাদেশ!
আহা! রেলমন্ত্রীর আত্মীয় বলে কথা!! টিটিই বিষয়টা বুঝলো না কেন??
British police fined British Prime Minister Borish Jonson,without any argument Borish jonson deposited fined amount to the govt treasury. In Bangladesh what would happen.