বাংলারজমিন
মির্জাপুরে ডিবি পরিচয়ে অটোরিকশা ছিনতাই
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবারটাঙ্গাইলের মির্জাপুরে গোয়েন্দা শাখার সদস্য (ডিবি) পরিচয়ে অটোরিকশা, মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ফিরোজ মিয়া। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল পুরাতন সড়কের পুষ্টকামুরী ব্রিজ এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফিরোজ মিয়া বলেন, কুতুববাজার এলাকা থেকে একজন যাত্রী নিয়ে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডে যাওয়ার পথে পুষ্টকামুরী ব্রিজ এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেটকার থেকে ৩ জন লোক নেমে রিকশার গতিরোধ করে। তাদের একজনের হাতে পিস্তল, আরেকজনের হাতে ওয়্যারলেস ও অপরজনের হাতে হ্যান্ডকাফ ছিল। তারা নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে আমাকে ও রিকশার যাত্রীকে ভয়ভীতি দেখিয়ে তাদের গাড়িতে উঠায়। গাড়িতে উঠানোর পর তাদের একজন আমার অটোরিকশা নিয়ে নেয়। গাড়ির ভেতর তারা আমাকে মারধর করে আমার মোবাইল, পকেটে থাকা ১৪০ টাকার মধ্যে ১০০ টাকা ছিনিয়ে নেয়। গাড়ি প্রায় ৩-৪ কিলোমিটার চলার পর তারা আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায়। লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসারের দায়িত্ব পালনকারী সহকারী উপ-পরিদর্শক মো. শহিদুল।