বাংলারজমিন
বড়পুকুরিয়া কয়লা খনিতে দুর্ঘটনায় চীনা নাগরিকের মৃত্যু
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবারদিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে দুর্ঘটনার শিকার হয়ে ওয়াং জিয়াং (৫৬) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে খনির ১৩০৫ নম্বর ফেজ থেকে যন্ত্রাংশ অপসারণের পর নতুন ফেজে নেয়ার সময় হাইড্রোলিক দুর্ঘটনায় মারা যান তিনি। খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার জানান, মঙ্গলবার আনুমানিক বিকাল ৫টায় খনির ভূগর্ভে ১৩০৫ নম্বর ফেজের ট্রাক গেট থেকে হাইড্রোলিক সাপোর্টগুলো বের করার সময় ওয়াং হাইড্রোলিক সাপোর্টের নিচে চাপা পড়েন। তাকে উদ্ধার করতে আরেক চায়নিজ শ্রমিক স্টিল রোপ টান দেয়ায় ওয়াং সাপোর্টের সঙ্গে আটকে যায় এবং গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওয়াং কোল মাইনিং কোম্পানি বিসিএমসিএল’র চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এসএমসির এক্সএমসির অধীনে মাইনিং সুপার ভাইজার পদে কর্মরত ছিলেন।