অনলাইন
'ব্রিকসে যেসব দেশ আমেরিকা-বিরোধী নীতিতে গলা মেলাবে তাদের ওপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করা হবে'
মানবজমিন ডিজিটাল
(৬ ঘন্টা আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ২:৪৭ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, যেসব দেশ ব্রিকসের ‘আমেরিকা-বিরোধী নীতির’ সাথে নিজেদেরকে যুক্ত করবে, তাদের উপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করা হবে। ব্রিকস সম্মেলনে যোগ দিতে শনিবার বিকেলে ব্রাজিলে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সেখানে ভাষণ দিতে গিয়ে দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল এবং স্বল্প উন্নত দেশগুলো প্রতি ‘বঞ্চনা’ হচ্ছে বলে আন্তর্জাতিক সম্মেলনে দাবি করেন মোদি। তিনি জানান, গ্লোবাল সাউথের স্বার্থকে গুরুত্ব দিয়ে দেখা হয় না। পরে তার বক্তৃতার সারাংশ সমাজমাধ্যমে পোস্ট করে মোদি লেখেন, “গ্লোবাল সাউথকে ছাড়া আন্তর্জাতিক গোষ্ঠীগুলো যেন এমন একটি মোবাইল ফোন, যার সিম আছে কিন্তু নেটওয়ার্ক নেই।” মোদির এহেন ভাষণের কয়েকঘণ্টার মধ্যেই ব্রিকসের সদস্যদের উপর আছড়ে পড়ে ট্রাম্পের শুল্কবাণ। ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, যে কোনও দেশ ব্রিকসের আমেরিকা-বিরোধী নীতির সাথে নিজেদেরকে যুক্ত করবে, তাদের উপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করা হবে। এই নীতির কোনও ব্যতিক্রম হবে না। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ!" যদিও ট্রাম্প তার পোস্টে ‘আমেরিকান-বিরোধী নীতি’ বলতে ঠিক কি বুঝিয়েছেন তা স্পষ্ট করেননি। ২০০৯ সালে ব্রিকসের প্রথম শীর্ষ সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীনের নেতারা একত্রিত হয়েছিলেন। পরবর্তীতে এই ব্লকে দক্ষিণ আফ্রিকাকে যুক্ত করা হয়। গত বছর মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ,সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়াকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
সূত্র : রয়টার্স