অনলাইন
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক হামিদুলের চার ব্যাংক হিসাবে থাকা ৪০ কোটি টাকা অবরুদ্ধের আদেশ
স্টাফ রিপোর্টার
(৬ ঘন্টা আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১০ অপরাহ্ন

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) হামিদুল হকের ৪টি ব্যাংক হিসেবে থাকা ৪০ কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, পূবালী ব্যাংকে হামিদুল হকের চারটি হিসাবে ১০ কোটি টাকা করে এফডিআর রয়েছে। এ বিপুল পরিমাণ অর্থ জব্দে দুদকের পক্ষে আবেদন করেন সংস্থার সহকারী পরিচালক নওশাদ আলী। আদালত দুদকের আবেদন মঞ্জুর করেছেন।
দুদক লিখিতভাবে আদালতকে জানায়, হামিদুল হকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির ও তার স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টসমূহে জমাকৃত টাকা উত্তোলন, হস্তান্তর ও স্থানান্তর করার চেষ্টা করছেন মর্মে গোপনসূত্রে জানা যায়। সেজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অ্যাকাউন্টসমূহ অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।
এর আগে গত ২১ এপ্রিল মেজর জেনারেল (অব.) হামিদুল হক ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। ২০২২ সালের শেষ দিকে ডিজিএফআইয়ে মহাপরিচালকের দায়িত্বে ছিলেন হামিদুল। গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় গত বছরের ১২ সেপ্টেম্বর।