অনলাইন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড ৪৯২ রোগী হাসপাতালে ভর্তি, ৩ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
(৫ ঘন্টা আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ৬:০৩ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯২ জন ডেঙ্গু রোগী। এটা এবছরের সর্বোচ্চ সংখ্যা। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগের ১০ জন, খুলনা বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, সিলেটে ১৮ জন ডেঙ্গু রোগী রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৪১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেলেন ১১ হাজার ৪০৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের ১লা জানুয়ারি থেকে ৭ই জুলাই পর্যন্ত সবমিলিয়ে ১২ হাজার ৭৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৮ জনের।