অনলাইন
মানবতাবিরোধী অপরাধ
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
স্টাফ রিপোর্টার
(৭ ঘন্টা আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ১:২৭ অপরাহ্ন

জুলাই অভ্যুত্থানের সময়কার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়েছে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশের জন্য ১০ জুলাই দিন ঠিক করেছেন।
আদালত অভিযোগ গঠন করলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মানবতাবিরোধী মামলার বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হবে।
একইসঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ওই একই দিন ধার্য করা হয়েছে।
গত ১ জুন তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তাদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বর্তমানে কারাগারে রয়েছেন।
এর আগে ১২ মে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে এ মামলার প্রতিবেদন জমা দিয়েছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানে শেখ হাসিনাকে জুলাই–অগাস্টের নৃশংসতার ‘মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার’ হিসেবে বর্ণনা করা হয়।