প্রথম পাতা
দলের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কেউ রেহাই পাবে না
স্টাফ রিপোর্টার
৫ জুলাই ২০২৫, শনিবার
দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অসদাচরণ করলেই সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা, কেউ রেহাই পাবে না বলে কঠোর বার্তা দিয়েছে বিএনপি। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এই কঠোর অবস্থানের কথা জানান।
রুহুল কবির রিজভী বলেন, আমরা স্পষ্টভাবে জানান দিতে চাই দলের নামে যে কেউ যেকোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক কর্মকাণ্ড করবে সে রেহাই পাবে না। তাৎক্ষণিক তদন্ত করে এবং ভিডিও-অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখি যে, সে দায়ী- তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র বিলম্ব করি নাই, করছি না, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, হচ্ছে।
রিজভী বলেন, দুর্বৃত্ততার দখলে এদেশকে ঠেলে দেয়া যেতে পারে না। আমাদের দলের নামেও যারা দুর্বৃত্তপনা করছে, অনৈতিক কর্মকাণ্ড করছে, মানুষকে বিরক্ত করছে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে- তাদের আমরা রেহাই দেইনি, দিচ্ছিও না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত, প্রতি সময় সারা দেশে কোথায় কী ঘটছে, দলের নামে কারা কী করছে- সবকিছুর খবর নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের মাধ্যমে সেটার ব্যবস্থা নিচ্ছে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠনের, যারা দলের নামে এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নামে কোনো দুর্বৃত্ত চক্র গড়ে তোলে, অনৈতিক কোনো কাজের মধ্যে থাকা- এগুলো আমরা সন্ধান করে এবং ঘটনা জানতে পেরে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিয়েছি। ৪ থেকে ৫ হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান রিজভী।
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে রিজভী বলেন, কুড়িগ্রাম জেলার চিলমারীতে কমিটি গঠনকে কেন্দ্র করে মশাল মিছিল, ভাঙচুর, নিজ দলের কর্মীদের আঘাত করা ইত্যাদি ঘটনা ঘটিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি জানতে পেরে তদন্ত করে চিলমারী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাঈদ হোসেন পাখি ও সদস্য আবদুল মতিনকে তার প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ছাড়া, কুমিল্লা দক্ষিণ জেলার কোতোয়ালি মডেল থানার পাছথুবী ইউনিয়নের (দক্ষিণ) সাধারণ সম্পাদক খোকন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সে দলের নামে বিভিন্ন সন্ত্রাসী ও অস্ত্রবাজি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, তার ছবিসহ পাওয়া গেছে, আজকে তাকে বহিষ্কার করা হয়েছে।
তিনি জানান, বহিষ্কার করা হয়েছে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে। তিনি কয়েকজন দুষ্কৃতকারীকে সঙ্গে নিয়ে আমাদের মহিলা দলের একজন নেত্রী যিনি চাঁচড়া ইউনিয়ন বিএনপি’র সভানেত্রী তাকে মারধর করেছে, এটা কতো বড় অনৈতিক কাপুরুষোচিত কাজ, তাকে (খোকন মিয়া) সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়েছে। পাটগ্রামে এই ধরনের ঘটনা শোনা গেছে যে, কিছু লোক বিএনপি’র নামে সেখানকার থানায় ঢুকে ভাঙচুর করেছে এবং দু’জনকে ছিনিয়ে আনার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে, এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আপনারা শুনেছেন, বিভিন্ন পত্রিকা ও অনলাইনেও এসেছে যে, বনানী থানা যুবদলের আহ্বায়ক মুনির হোসেনের নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল বুধবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর হামলা চালায়, ছবি বিভিন্ন অনলাইনে এসেছে। এটা শোনার সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদী যুবদল তাৎক্ষণিকভাবে নামধারী ওই নেতাকে যুবদল থেকে বহিষ্কার করেছে, সঙ্গে সঙ্গে এই দৃষ্টান্ত স্থাপন করেছে যুবদল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।