বাংলারজমিন
‘ক্রীড়া চর্চার মাধ্যমে সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলা হবে’
লালমোহন (ভোলা) প্রতিনিধি
৫ জুলাই ২০২৫, শনিবারভোলা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত এমপি প্রার্থী মুহাম্মদ নিজামুল হক নাঈম বলেছেন, তরুণরাই একটি জাতির ভবিষ্যৎ। সঠিক দিকনির্দেশনা ও ক্রীড়ামুখী সংস্কৃতির মাধ্যমে যুবসমাজকে দেশ গঠনে নিয়োজিত করতে হবে। এজন্য যুবসমাজের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্ব গুণ গড়ে তুলতে হবে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত ক্রীড়াচর্চার বিস্তার ঘটিয়ে সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক একটি প্রজন্ম গড়ে তোলা হবে বলেও জানান তিনি। শুক্রবার সকালে ভোলার লালমোহনের চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির উদ্যোগে তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা যুব ও ক্রীড়া কমিটির সভাপতি এম. এ হাসান, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নিজাম উদ্দিন, অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি আজিজুল হক, বিশিষ্ট সমাজসেবক মোরশেদ চৌধুরী, উপজেলা যুব ও ক্রীড়া কমিটির অর্থবিষয়ক সম্পাদক মাওলানা শামীম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।