ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

জাতিসংঘ দূতের সফর

মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার

মিজানুর রহমান
১৯ আগস্ট ২০২২, শুক্রবার
mzamin

বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি দেখভালের দায়িত্বপ্রাপ্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল বাশেলেটের ঢাকা সফর শেষ হলেও তা নিয়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনা থেমে নেই। সিঙ্গেল কান্ট্রি হিসেবে বাংলাদেশ সফরের কারণেই দেশি-বিদেশি আকর্ষণের কেন্দ্রে ছিলেন মিশেল। এখানে তিনি সিরিজ বৈঠক করেছেন শরণার্থী, নাগরিক সমাজ, কূটনীতিক, বিরোধী দল-মতের প্রতিনিধি, সরকারের চারজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে। সামান্য ব্যতিক্রম ছাড়া সব বৈঠকেই তার ফোকাস ছিল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে মানবাধিকার এবং রাজনীতিতে যে ঘাটতি রয়েছে তা দূর করতে তিনি স্পষ্ট বার্তা দিয়ে গেছেন। তাদের মতে, মিশেলের মেসেজ ছিল অনেকটাই লাউড অ্যান্ড ক্লিয়ার। তবে কান্ট্রি  স্পেসিফিক অর্থাৎ বাংলাদেশের মতো দেশের বিষয়ে তার ভয়েস যতটা লাউড, বড় বড় দেশগুলোর ক্ষেত্রে মানবাধিকার পরিষদ ততোটা উচ্চকণ্ঠ না হওয়ার সমালোচনাও চলছে। গুম, বিচারবহির্ভূত হত্যা এবং হেফাজতে নির্যাতনসহ কয়েকটি বিষয়ে জাতিসংঘ দূত সুনির্দিষ্টভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। 

মানবাধিকার লঙ্ঘনের বিদ্যমান অভিযোগগুলো অস্বীকার করার ধারা থেকে বেরিয়ে এসে কেস বাই কেস তা আমলে নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে গেছেন তিনি। বিশেষত: গুম, বিচারবহির্ভূত হত্যা এবং হেফাজতের নির্যাতনের গুরুতর অভিযোগ নিয়ে সরকারের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করে তা সুরাহার স্বার্থে স্বচ্ছ তদন্ত সংস্থা গঠনের প্রয়োজনীতার কথা বলে গেছেন। শুধু তাই নয়, বাংলাদেশ কীভাবে, কোন মেকানিজম অনুসরণ করে আন্তর্জাতিক মানের তদন্ত সংস্থা গঠন করতে পারে সে বিষয়ে নিয়মিত পরামর্শ প্রদান এবং ফলোআপে জাতিসংঘের প্রস্তুতির কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন
জাতিসংঘ দূত খোলাসা করেই বলেছেন, এমন তদন্তের ব্যবস্থা করতে হবে যাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার শিকার ব্যক্তি, পরিবার এবং সিভিল সোসাইটিকে আস্থায় নেয়া যায়। তার মতে, সব অভিযোগ সত্য না-ও হতে পারে। কিন্তু সেটিও তো নির্ধারিত হতে হবে পক্ষপাতহীন তদন্তে। মিথ্যা হলে খারিজ, কিন্তু সত্য হলে চটজলদি ব্যবস্থা নিতে হবে। নির্যাতনবিরোধী কমিটিসহ জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিভিন্ন কমিটি কয়েক বছর ধরে বাংলাদেশের গুম, বিচারবহির্ভূত হত্যা এবং নির্যাতন নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে উল্লেখ করে মিশেল বলেন, এসব অভিযোগের অনেকগুলোতেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) দায়ী করা হয়। 

এ নিয়ে জবাবদিহির অভাবের কথা উল্লেখ করে তিনি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর সংস্কারের প্রয়োজনীয়তার দাবি করেছেন।  বৈশ্বিক শান্তিরক্ষায় বাংলাদেশের ব্যাপক সুনাম রয়েছে উল্লেখ করে জাতিসংঘ দূত প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশি শান্তিরক্ষীরা বিদেশে মানবাধিকার সমুন্নত রেখেই কাজ করে। কিন্তু দেশের অভ্যন্তরে এর সদস্যদের বিরুদ্ধে কেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকবে? শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সবচেয়ে বেশি সংখ্যক সদস্য পাঠায় উল্লেখ করে তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদের মানবাধিকারের রেকর্ড যাচাইয়ের তাগিদ দিয়েছেন। বাংলাদেশের অত্যাসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল হওয়ার আশঙ্কা ব্যক্ত করে তিনি নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক ও নাগরিক সমাজের কর্মকে নির্বিঘ্ন করার পরামর্শ দেন। দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সমস্যা এবং আগামী বছর হতে যাওয়া জাতীয় নির্বাচন নিয়ে যে সংকট রয়েছে তা সব স্টেকহোল্ডার, রাজনৈতিক দল, সুশীল সমাজের সঙ্গে বসে সংলাপের মাধ্যমে সমাধানে সরকারকে পরামর্শ দেন তিনি। বাংলাদেশের আগামী নির্বাচনকে ঘিরে ‘উত্তেজনাকর এবং মেরূকরণ’ হচ্ছে উল্লেখ করে তিনি এ নিয়ে সুশীল সমাজ ও বিভিন্ন অধিকার কর্মীদের কাজের ক্ষেত্র অবারিত করার পরামর্শ দিয়েছেন।

 তার ভাষ্যটি ছিল এমন, ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ সময় রাজনৈতিক দল, কর্মী, সুশীল সমাজের কর্মীদের সভা- সমাবেশের সুযোগ দেয়া জরুরি। তাদের অধিকার থেকে যদি বঞ্চিত করা হলে সামাজিক অস্থিরতার জন্ম দিতে পারে।  নারী, সংখ্যালঘু, তরুণদের দাবি বা চাওয়া শুনতে হবে। ওই সময়টাতে যে রাজনৈতিক অস্থিরতা থাকবে সেখানে অতিরিক্ত বলপ্রয়োগের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিরোধী বা ভিন্নমত দমনে কোনো অবস্থাতেই মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। এ জন্য সংশ্লিষ্টদের প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি। মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক কর্মী, মানবাধিকারকর্মী, বিরোধী দল এবং সাংবাদিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশের অধিকার নিশ্চিত করার তাগিদও দেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনের সংস্কারের বিষয়ে বাংলাদেশ সরকার জাতিসংঘের মানবাধিকার পরিষদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জানিয়ে মিশেল বলেন, অনলাইনে বিদ্বেষপূর্ণ বক্তৃতা, ভুল তথ্য প্রচার এবং অপরাধ নিয়ন্ত্রণ সহজ নয়। মতপ্রকাশের চর্চা সীমিত করার ক্ষেত্রে যেসব উদ্বেগ রয়েছে তা দূর করাও সহজ কাজ নয়। যোগাযোগের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ সবসময় স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করে। আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং মানদণ্ড নিশ্চিত করতে এবং নির্বিচারে এই আইনের প্রয়োগ বা অপব্যবহার রোধ করতে এর কিছু ধারা বাতিল ও সংশোধনের সুপারিশ করার কথাও জানান তিনি।

 এ বিষয়ে সরকারের জবাবের অপেক্ষায় থাকার কথা উল্লেখ করে মিশেল উপাত্ত সুরক্ষা এবং ওটিটি আইন করার ক্ষেত্রে মানবাধিকারের বিষয়টি বিবেচনায় নেয়ার আহ্বান জানান।  জাতিসংঘ দূত এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন না করা এবং কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করার দাবি জানান। তার মতে, মিয়ানমারের রাখাইন রাজ্য পরিস্থিতি এখনো প্রত্যাবাসনের অনুকূল নয়। যদি এখনই রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয় তবে তারা আবার সেখান থেকে বাংলাদেশে চলে আসবে। উল্লেখ্য, মিশেল বাশেলেট ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রথম দফায় এবং ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত দ্বিতীয় দফায় চিলির প্রেসিডেন্ট ছিলেন। ২০১৮ সালের ১লা সেপ্টেম্বর তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হিসেবে যোগ দেন। আন্ডার সেক্রেটারি পদমর্যাদার ওই চাকরির মেয়াদ এ মাসেই শেষ হতে যাচ্ছে। সুযোগ থাকলেও তিনি দ্বিতীয় দফায়  হাইকমিশনার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বরং চিলির রাজনীতিতে ফিরছেন বলে আগেই ঘোষণা দিয়েছেন।  

বিশ্লেষকদের মূল্যায়ন- বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো খতিয়ে দেখতে স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের যে দাবি জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলেট তা যৌক্তিক বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক প্রফেসর ড. ইমতিয়াজ আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপকের মতে নানা কারণে সাম্প্রতিক সময়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো কমে এসেছে। তবে এটাকে জিরো লেভেলে নিয়ে আসতে হবে। এ জন্য কর্তৃপক্ষকেই ব্যবস্থা নিতে হবে। 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status