ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

চট্টগ্রাম বন্দর-কাস্টমসে পুরোদমে কাজ শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

(২২ ঘন্টা আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১২:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৪৯ অপরাহ্ন

শাটডাউন কর্মসূচি শেষে পুনরায় কাজে যোগ দিয়েছেন চট্টগ্রাম কাস্টমস ও কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। দুইদিনের ওই কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছিলো। পণ্য খালাসে মারাত্মক জট সৃষ্টি হয়। সরকারের রাজস্ব আদায়েও বড় ধরনের প্রভাব পড়ে। তবে কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দেয়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।

জানা যায়, রোববার (২৯ জুন) রাতেই সরকার একটি জরুরি নির্দেশনা জারি করে সব কাস্টমস ও কর বিভাগের কর্মকর্তাকে অবিলম্বে কাজে যোগ দেয়ার নির্দেশ দেয়। নির্দেশনায় বলা হয়, তারা ‘অত্যাবশ্যক পরিষেবা’ এর অংশ, তাই কর্মবিরতি অব্যাহত রাখা সম্ভব নয়। সরকারের কঠোর অবস্থানের পর কর্মকর্তারা পুনরায় নিজ নিজ দফতরে ফিরে আসেন। এর ফলে চট্টগ্রাম বন্দরসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থল ও নৌবন্দরে কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, ‘গতকাল রাত থেকে কাজ শুরু হয়েছে। আজ সোমবার হাউসও খুলে গেছে। আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।’

সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল ইসলাম বলেন, ‘কাস্টমস কর্মকর্তারা কাজে ফেরায় আমরা অনেকটাই চিন্তামুক্ত হয়েছি। বন্দরসহ চট্টগ্রামের ২১টি অফডকে কাজের গতি এসেছে। আশা করি, যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা দুই-তিন দিনের মধ্যে নিরসন হবে। তবে এ বিষয়টি পুরোপুরি মীমাংসা করা প্রয়োজন, যেন পুনরায় দেশের রাজস্ব আহরণকারী খাত কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।’

তবে নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে একাধিক কর্মকর্তা বলেন, ‘আমরা শুধু সরকারের নির্দেশ মেনে আপাতত কর্মবিরতি প্রত্যাহার করেছি। তবে আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আলোচনা ফলপ্রসূ না হলে ভবিষ্যতে আন্দোলন আবারও শুরু হতে পারে।’

প্রসঙ্গত, এক অধ্যাদেশে সরকার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে পৃথক দুটি বিভাগ গঠনের উদ্যোগ নেয়। কর্মকর্তারা এই সিদ্ধান্তকে প্রশাসনিক কাঠামো ও কার্যকারিতার ওপর সরাসরি আঘাত বলে মনে করছেন। তাদের দাবি—এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত বাতিল করতে হবে, এনবিআর চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে এবং ট্যাক্স প্রশাসনে স্বচ্ছতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর উদ্যোগ নিতে হবে। এইসব দাবিতে তারা বেশ কিছুদিন আন্দোলন করে আসছিলো। সর্বশেষ রবিবার থেকে তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status