অনলাইন
আবু সাঈদ হত্যা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
স্টাফ রিপোর্টার
(২২ ঘন্টা আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ অভিযোগ দাখিল করা হয়।
তদন্ত প্রতিবেদন আবু সাঈদ হত্যার সঙ্গে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে বলে জানা গেছে। এদের মধ্যে ৪ জন গ্রেপ্তার থাকলেও বাকিরা পলাতক রয়েছেন।
গত ২৪শে জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। একইসঙ্গে আবু সাঈদকে হত্যায় ব্যবহৃত অস্ত্র প্রসিকিউশনে জমা দেয়া হয়েছে।
পাঠকের মতামত
প্রকাশ্য ভিডিও থাকার পরও জুলাই বিপ্লবের ১নম্বর শহীদের অভিযোগ দাখিল করতেই ১০ মাস লেগে গেল। বিচার হতে কয় যুগ লাগবে কে জানে। বিচার না হওয়ার সম্ভাবনাই বেশি।