ঢাকা, ২৭ জুন ২০২৫, শুক্রবার, ১৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সিলেটে শিশুকে গলা কেটে হত্যা, পিতা আহত

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার

সিলেটের মেজরটিলা ইসলামপুরে তিন মাসের শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় ওই শিশুর পাশে অর্ধ গলা কাটা অবস'ায় পিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই মেয়ের নাম ইনায়া রহমান। এলাকার লোকজন জানিয়েছেন- মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন আতিকুর। তাদের মুল বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে। প্রতিদিনের মতো বুধবার দুপুরে খাবার খাওয়ার পর স্ত্রীসহ আতিকুর রহমানের পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে হঠাৎ করে সন্ধ্যা ৬টার দিকে চিৎকার শুনে স'ানীয়রা এগিয়ে আসলে দেখতে পান আতিকুর রহমানের পাশে তার তিন মাসের মেয়ে ইনায়া রহমানের গলাকাটা অবস'ায় রয়েছে। পাশেই সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের গলা অর্ধেক কাটা। তাৎক্ষণিকভাবে স'ানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বাচ্চা শিশুকে মৃত ঘোষণা করেন ও তার পিতা আতিকুর রহমানকে হাসপাতালে ভর্তি করেন। রাত ৮ টায় হাসপাতালে আতিকুর রহমানের অস্ত্রোপচার চলছিলো। চিকিৎসকরা জানিয়েছেন আতিকুর রহমানের শাররীক অবস'া শঙ্কামুক্ত নয়। এদিকে আতিকুর রহমানের স্ত্রী ঝুমা বেগম জানিয়েছেন- ওই শিশু সন্তান সহ পিতা আতিকুর রহমান একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। তিনি ছিলেন পাশের ঘরে। হঠাৎ স্বামীর চিৎকার শুনে তিনি এসে দেখেন তার সন্তানের গলা কাটা। এবং স্বামীর গলাও অর্ধেক কাটা রয়েছে। এ দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করেন। পরে লোকজন এসে তাদের হাসপাতালে নিয়ে যান। স্ত্রীর দাবি; তার স্বামীই শিশুর গলা কেটে হত্যার পর নিজের গলা কেটে ফেলে। এদিকে শাহপরান থানার ওসি মো. মনির হোসেন জানিয়েছেন- ঘটনাটি কী জন্য ঘটেছে কিংবা এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কে সেটি তদন্ত চলছে। লাশ হাসপাতালে রয়েছে বলে জানান তিনি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status