ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ভেড়ামারায় ফিলিং স্টেশনে আগুন, আরও একজনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

(১ বছর আগে) ১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০৭ অপরাহ্ন

কুষ্টিয়ার ভেড়ামারা মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনায় রিমন (১৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। নিহত রিমন দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত জয়নালের ছেলে। রিমনের শরীরের ৭৮ শতাংশ পুড়ে দগ্ধ হয়েছিল। এনিয়ে দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনায় ৪ জনের মৃত্যু হলো। 
রিমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান। তিনি জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রিমন বৃহস্পতিবার ভোরে মারা গেছে। এনিয়ে ৪ জনের মৃত্যু হলো। 
উল্লেখ্য, গত (১২ আগষ্ট) শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কুষ্টিয়া-প্রাগপুর সড়কের পাশে মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে মাটির নিচে থাকা ট্যাংকি থেকে তেল আনলোড করার সময় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান সাহাজুল ও বিজয় নামে দু’জন তেল ক্রেতা। তাদের বাড়িও দৌলতপুরের দিঘলকান্দি গ্রামে। অগ্নিদগ্ধ হয়ে রিমন, রাজিব ও বিদ্যুৎ নামে ৩জনকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন
পরদিন শনিবার দিবাগত রাতে রাজিব মারা যান। সে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামের শাজাহান আলীর ছেলে। বর্তমানে বিদ্যুৎ শরীরের ১৭ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনিও শঙ্কামুক্ত নন। অগ্নিকান্ডে মৃত ৪ জনের মধ্যে ৩ জন ফিলিং স্টেশনে তেল কিনতে গিয়েছিলেন এবং রাজিব ওই ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status