বাংলারজমিন
শ্বশুর বাড়িতে জামাতাকে হত্যা
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
(১ বছর আগে) ১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ১০:৩৪ পূর্বাহ্ন
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়িতে শ্বশুর বাড়িতে জামাতাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সাইদুল ইসলাম (৩৫) বারুপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। এ ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজনকে পাওয়া যায়নি।
নিহতের চাচী চাম্পা খাতুন অভিযোগ করে জানান, গত প্রায় ১২ বছর আগে এনায়েতপুর থানার বারুপুরের হোসেনের ছেলে তেল ব্যবসায়ী সাইদুল এর সাথে ভাঙ্গাবাড়ী গ্রামের রায়হান আলীর মেয়ে ফতেমা খাতুনের বিয়ে হয়। ৬ বছরের সংসার জীবনে দুই সন্তান জন্মের পর সাইদুল মালয়েশিয়া চলে যায়। এরপর ফতেমা বাবার বাড়িতে থাকতে থাকে। একপর্যায়ে সে পরকীয়ায় আসক্ত হয়। যে কারণে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে । গত কোরবানির ঈদের আগে দেশে ফিরলে তারা নতুন করে আবার সংসার শুরু করে। শ্বশুর বাড়িতেই থাকে সাইদুল । তবে পারিবারিক কলহ অব্যাহত থাকে।
এদিকে এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান জানান, আমরা ঘটনাটি জানতে পেরে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর হত্যার রহস্য জানা যাবে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]