বিনোদন
অশ্লীল নায়িকার তকমা, মুনমুনের আক্ষেপ
মুজাহিদ সামিউল্লাহ
১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবার
৯০’র দশকে লেডি অ্যাকশন সিনেমায় নিজেকে মেলে ধরেছিলেন চিত্রনায়িকা মুনমুন। এ ঘরানার সিনেমায় সফলতা পেলেও তার নামের সঙ্গে জুড়ে যায় ‘অশ্লীল নায়িকা’র তকমা। বিষয়টি নিয়ে মানবজমিনকে মুনমুন আক্ষেপের সুরে বলেন, আমি এমন একটা সময় চলচ্চিত্রে নাম লিখিয়েছিলাম যখন সিনেমার রমরমা অবস্থা ছিল। কিন্তু দুর্ভাগ্য বলতে হয় অল্প কিছুদিনের মধ্যেই অশ্লীলতা গ্রাস করতে শুরু করলো চলচ্চিত্রকে। আমিও এ সংকটের মধ্যে পড়ে গেলাম। আমার সরলতার সুযোগ নিয়ে কিছু অসাধু নির্মাতা লেডি অ্যাকশন ফর্মুলায় সিনেমা বানিয়ে পোশাকে, ক্যামেরার অ্যাঙ্গেলে কিংবা গানের দৃশ্যে অশ্লীলতা ঢুকিয়ে দিতেন। আমার অভিনীত সিনেমায় এমন দৃশ্য সংযোজন করে দিতো যে দৃশ্যে আমি অভিনয় করিনি। নারী শিল্পীকে যারা ওই সময় পণ্য হিসেবে ব্যবহার করেছেন পর্দায় তারা বেশিরভাগই আজ আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। সেসব পরিচালক এর নাম আজও সবাই ঘৃণার সঙ্গেই স্মরণ করেন। মুনমুন আক্ষেপের সুরে বলেন, শিল্পী হিসেবে আমাদের দায়িত্ব ছিল সে সময় প্রতিবাদ করা।
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
বিনোদন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]