শেষের পাতা
বিদ্যুতে নেট মিটারিং বাড়াতে উপদেষ্টার নির্দেশনা
স্টাফ রিপোর্টার
১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার
৭ বছর আগে নেট মিটারিং কার্যক্রম শুরু করা হলেও অর্জন সামান্যই। দেশের ৫ কোটি ১ লাখ বিদ্যুৎ গ্রাহকের মধ্যে মাত্র ২ হাজার ৯০৮ জন গ্রাহক নেট মিটারিং স্থাপন করছেন। নেট মিটারিং বাড়াতে উদ্যোগী হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খান। গতকাল সচিবালয়ে এক সভায় তিনি ৫০ হাজার গ্রাহকে উন্নীত করার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি বিল সমন্বয়ের সময় ১ বছর থেকে কমিয়ে ৩ মাস করা, নীতিমালা গ্রাহকবান্ধব করাসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। বহু ঢাকঢোল পিটিয়ে ২০১৮ সালে নেট মিটারিং কার্যক্রম শুরু করা হয়। এ জন্য একটি নীতিমালাও করা হয় বিদ্যুৎ বিভাগ থেকে। নেট মিটারিং পদ্ধতিতে গ্রাহক তার বাসা ও স্থাপনার ছাদে সৌর বিদ্যুতের প্যানেল স্থাপন করবেন। সেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ নিজে ব্যবহারের পাশাপাশি জাতীয় গ্রিডে সরবরাহ করবেন। আবার যখন প্রয়োজন হবে গ্রিড থেকে বিদ্যুৎ নিবেন। গ্রিড থেকে নেয়া এবং গ্রিডে দেয়া বিদ্যুতের পরিমাণ মিটার সংরক্ষণ করবে। বছর শেষে বিল সমন্বয় করে গ্রাহকের পাওনা (যদি থাকে) বুঝিয়ে দেয়া হয়। মূলত সৌর বিদ্যুতের অনেক গ্রাহকের দিনে ব্যবহার থাকে না, আবার ব্যাটারি ব্যবহার করতে গেলে খরচ বেড়ে যায়। সে কারণে নেট মিটারিং ইস্যুটি সামনে আসে। গ্রাহক যাতে তার প্রয়োজনের সময় বিদ্যুৎ ব্যবহার করতে পারে, অন্য সময়ে পুরোটা গ্রিডে দিতে পারে। সেই সুবিধা নিশ্চিত করা হয়েছে নেট মিটারিং নীতিমালায়।
পাঠকের মতামত
খুবই গুরুত্বপূর্ণ কথা কথা, শুনে মনটা ভরে উঠলো। কিন্তু মুখে বললে হবেনা কাজে প্রমাণ করতে হবে। সাধারণ মানুষের কাছে বিদ্যুৎ একটা অভিশাপ হয়ে গেছে। নেট মিটারিং ব্যাবস্থা করলে সবাই একটু স্বপ্ন পাবে,আশা করছি বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন। ((মোঃ হামিদুল ইসলাম)) কামারখন্দ সিরাজগঞ্জ
নেট মিটারিং একটি ভালো উদ্দেশ্য হলেও সবার পক্ষে এই খরচ, স্থান দেওয়া সম্ভব নয়।
আমি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের একজন প্রিপেইড গ্রাহক। দীর্ঘ দিন চেষ্টার পরও আমি নেট মিটারিং করতে পারছিনা কারণ আমার বর্তমান সংযোগ প্রিপেইড, যা ওনারা পোস্ট পেইডে রূপান্তর করতে রাজি হচ্ছেন না। হয়ত আমার মত আরো অনেকে আছেন যারা নিজ ব্যাক্তিগত অর্থে নিজের স্বচ্ছন্দ ও পরিবেশ এবং দেশের জন্য কিছু করতে চাচ্ছেন কিন্তু আমলাদের অসহযোগিতার কারণে তা সম্ভব হচ্ছেনা।
সোলার প্যানেল সরকারি ভাবে বসিয়ে দেয়া হোক
অনেক ভালো হবে,আমি চাই সকল জেলায় এই সিস্টেম খুব তাড়াতাড়ি চালু করা হোক
ভালো উদ্যোগ, স্বাগত জানাই। তবে এই সিস্টেমটার দ্রুত বাজারজাত করুন, যাতে জনগণ সঠিকভাবে এবং সুন্দরভাবে সবকিছু হাতের নাগাল পেয়ে যায়।
সোলার প্যানেল সল্প মূল্যে বাজার সরবরাহ বাড়ান, জনগণ সহজেই এ উদ্যোগকে স্বাগত জানাবে।
Alhamdulillah..... Khhb valo step hobe jodi maintain kora jay
সোলার প্যানেল সল্প মূল্যে বাজার সরবরাহ বাড়ান, জনগণ সহজেই এ উদ্যোগকে স্বাগত জানাবে।
এটি একটি ভালো পদক্ষেপ,
নেট মিটারিং একটি ভাল ব্যবস্থাপনা , গ্রাহক এবং দেশ উপকৃত হবে